|
|
|
|
টুকরো খবর |
বেলদা থেকে কিশোরী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক কিশোরীকে উদ্ধার করে হোমে পাঠাল পুলিশ। ঘটনাটি বেলদা থানার খাকুড়দার। পুলিশ সূত্রে খবর, কিশোরীর নাম সুমিত্রা সরকার। বয়স ১৪। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় এই কিশোরীকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানতে পেরেছে, কিশোরীর বাড়ি জলপাইগুড়ি জেলায়। কিশোরীই পুলিশকে এ কথা জানিয়েছে। তবে কী ভাবে সে এখানে এল, এখানে আসার আগে কোথায় ছিল, সদুত্তর মেলেনি। এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সোমবার ওই কিশোরীকে মেদিনীপুরের এক হোমে পাঠানো হয়।
|
যুবকর্মী সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত নির্বাচনের পর সংগঠনের কর্মীদের নিয়ে মেদিনীপুরে এক সভা করল যুব তৃণমূল। সোমবার শহরের বিদ্যাসাগর হলে সভার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মীরা এসে এই সভায় যোগ দেন। যুব তৃণমূলের জেলা নেতৃত্বের বক্তব্য, ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনে এ বার বিপুল সমর্থন পেয়েছে তৃণমূল। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ দলের দখলে এসেছে। এই পরিস্থিতিতে যুব কর্মীদের কী দায়িত্ব এবং কর্তব্য, আগামী দিনে সংগঠনের কর্মসূচিই বা কী, সভায় তা নিয়েই আলোচনা হয়েছে।
|
পুকুরে দেহ |
পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম গোরাচাঁদ মাইতি (৩২)। বাড়ি গোপীবল্লভপুর-২ ব্লকের ভালুকখুনিয়ায়। সোমবার সকালে শালবনির কুলাবাছুরিয়ায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, গোরাচাঁদ ঠিকাদারের অধীনে স্থানীয় কারখানায় কাজ করতেন। এ দিন সকালে স্থানীয় পুকুরে তাঁর দেহ মেলে। তদন্ত শুরু করেছে পুলিশ। |
|
|
|
|
|