বোমাতঙ্ক এবং সিগন্যালের সমস্যায় একই দিনে দু’বার নাকাল হলেন মেট্রোযাত্রীরা। সোমবার সন্ধ্যায় শ্যামবাজার স্টেশনের টিকিট কাউন্টারের কাছে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরক না মিললেও ঘণ্টাখানেক ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা সমস্যায় পড়েন। রাতে সিগন্যালের সমস্যায় নোয়াপাড়াগামী একটি ট্রেন দমদম স্টেশনে দাঁড়িয়ে যায়। ফলে অন্যান্য স্টেশনেও থমকে যায় ট্রেন। প্রায় আধ ঘণ্টা পরে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।
|
চিৎপুর থানার এলাকার একটি বস্তিতে আট বছরের একটি শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম দীননাথ বারুই। তার বাড়ি ঘোষবাগান লেনে। তার বাড়িতেই ভাড়া থাকে শিশুটিঁর পরিবার। শিশুটির মায়ের অভিযোগ, রবিবার রাতে তাঁর মেয়েকে অন্ধকারে নিয়ে গিয়ে তার উপরে যৌন নির্যাতন চালিয়েছে দীননাথ।
|
চর্মনগরীতে ট্রিটমেন্ট প্ল্যান্টের ট্যাঙ্ক সাফ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম সঞ্জয় রাম (৩৫)। সোমবার দুপুরে বর্জ্যের ট্যাঙ্ক সাফ করতে নেমেছিলেন সঞ্জয়। পুলিশের অনুমান, বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
|
|
মহড়া: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন দার্জিলিং থেকে আসা
এই পড়ুয়ারা।
তারই প্রস্তুতি রেড রোডে। ছবি: সুদীপ্ত ভৌমিক। |
|