টুকরো খবর
যাত্রী গাড়ি বিক্রি কমলো টানা ন’মাস
ভারতে টানা ন’মাস কমলো যাত্রী গাড়ি বিক্রি। গাড়ি সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)-এর পরিসংখ্যান অনুযায়ী জুলাই মাসেও যা পড়েছে ৭.৪%। এটিও সার্বিক শিল্পোৎপাদনকে টেনে নামাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্য দিকে, দেশে অর্থনীতির বেহাল দশা ছাপ ফেলেছে বাণিজ্যিক গাড়ি বিক্রির ক্ষেত্রেও। টানা ১৭ মাস ধরে কমে চলেছে এই ধরনের বড় ও মাঝারি বাণিজ্যিক গাড়ির বিক্রি (জুলাইয়েই প্রায় ২০%)। ইতিমধ্যেই যার প্রভাব পড়তে শুরু করেছে এই শিল্পের সঙ্গে যুক্ত ঠিকা কর্মীদের উপরে। কারণ অনেক সংস্থাই খরচ কমাতে ঠিকা কর্মী ছাঁটাই করছে। মারুতি সুজুকি যেমন মানেসরে তাদের ডিজেল ইঞ্জিন কারখানার কিছু ঠিকা কর্মীকে অনির্দিষ্টকাল ছুটিতে যেতে বলেছে। তেমনই টয়োটা তাদের ঠিকা কর্মীদের চুক্তি নবীকরণ করছে না। সিয়ামের ডিরেক্টর জেনারেল বিষ্ণু মাথুর জানান, গাড়ি শিল্প এখন খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সংস্থাগুলিও অস্থায়ী কর্মীদের ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। ছাঁটাই হওয়া ঠিকা কর্মীদের সংখ্যা অবশ্য জানাননি তিনি।

কিংফিশার হাউসের দখল নিল ব্যাঙ্ক
আন্ধেরির শহরতলিতে কিংফিশার এয়ারলাইন্সের কর্পোরেট অফিস ‘কিংফিশার হাউস’-এর দখল নিল স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ১৭টি ব্যাঙ্কের কনসোর্টিয়াম। সংস্থার ৭ হাজার কোটি টাকার ঋণ উদ্ধারে গত সপ্তাহেই কমসোর্টিয়ামের হয়ে বাড়িটি দখলের নোটিস পাঠায় এসবিআই ক্যাপ। এটির বাজার দর ৯৩ কোটি।

বেআইনি ভাবে টাকা তোলা প্রতারণা, ঘোষণা সেবি-র
বেআইনি ভাবে সাধারণ মানুষের কাছ থেকে তুললে তা প্রতারণারই সামিল। সোমবার এই ঘোষণা করল সেবি। এটি প্রতারণামূলক ও অবৈধ বাণিজ্যের আওতায় আসবে। সারদা, রোজ ভ্যালি, সুমঙ্গলের মতো সংস্থার কার্যকলাপের জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।

কমলো খুচরো বাজারের মূল্যবৃদ্ধি
জুলাইয়ে খুচরো বাজারের মূল্যবদ্ধিআগের মাসের থেকে সামান্য কমে হয়েছে ৯.৬৪%। জুনের হার ৯.৮৭%। খাদ্যশস্য, ডাল, ফল ও চিনির দাম কমার ফলেই তা ১০ শতাংশের দিকে এগোয়নি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে সাক-সব্জির দাম বেড়েছে ১৩.৮২%। ভারী বর্ষণই এর কারণ বলে মনে করছেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সি রঙ্গরাজন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.