রবীন্দ্রসদনকে ঘিরে বহরমপুরে যে সংস্কৃতি চর্চার আবহ গড়ে উঠেছে তা কার্যত মেনে নিল বহরমপুর পুরসভা। পুরকর্তৃপক্ষ সাংস্কৃতিক কর্মীদের আড্ডার জায়গা হিসেবে রবীন্দ্রভবন চত্বরেই একটি আড্ডা ঘর গড়ে তুলতে চলেছে। ১৫ অগস্ট ওই সাংস্কৃতিক অঙ্গনের সূচনা করবেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। |
চলছে আড্ডা ঘর তৈরি। —নিজস্ব চিত্র। |
এত দিন রোদে-জলের হাত থেকে বাঁচতে আড্ডা ছেড়ে সংস্কৃতিপ্রেমী মানুষকে আশ্রয় নিতে হত আশপাশের কোনও চায়ের দোকানে বা রবীন্দ্রসদনের ভেতরে। কিন্তু এখন ‘তুমুল সাংস্কৃতিক তর্ক বা আড্ডা’ কোনও রোদ-জল-ঝড় থামিয়ে দিতে পারবে না। ওই সাংস্কৃতিক অঙ্গনের মাথার উপরে বসানো হয়েছে অত্যাধুনিক ফাইবারের ছাদ। লাগানো হয়েছে গ্লাস-ফাইবার। রয়েছে ত্রিফলা আলো। মেঝেতে পাতা হয়েছে ঝকঝকে টাইলস্।
পুরপ্রধান নীলরতন আঢ্য বলেন, “রবীন্দ্রসদনকে ঘিরে যে সাংস্কৃতি ঘরানা তৈরি হয়েছে, তার মর্যাদা দিতেই ওই আড্ডার জায়গা তৈরি করা হয়েছে। খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা।” আগামীতে সাংস্কৃতিক অঙ্গনের পাশে আর্ট গ্যালারী তৈরির পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান। |