টুকরো খবর |
হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রেলের এলাকা দখল করে রাখা হকারদের উচ্ছেদ করার প্রতিবাদে আসানসোল স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাল তৃণমূল। সোমবার প্রায় এক ঘণ্টা স্টেশন রোড অবরোধ করেন তাঁরা। বিঘ্নিত হয় যান চলাচল। ট্রেন ধরতে আসা লোকজনও সময়মতো স্টেশনে পৌঁছতে পারেননি বলে অভিযোগ। |
|
আসানসোলে।—নিজস্ব চিত্র। |
বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) কমিটির কার্যকরী সভাপতি ভি শিবদাসন। তাঁর অভিযোগ, প্রায় ৪০ বছর ধরে আসানসোল স্টেশন চত্বরে হকাররা ব্যবসা করছেন। এর আগে কখনও তাঁদের উচ্ছেদ করা হয়নি। হকারদের উচ্ছেদ করার আগে রেল কর্তৃপক্ষকে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বলেও তাঁর দাবি। রেলের তরফে জানানো হয়েছে, অবৈধ ভাবে দখল করে রাখা রেলের জায়গা খালি করতে তাঁরা পদক্ষেপ করেছেন।
|
ডাকাত সন্দেহে গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বিহার থেকে এসে রীতিমতো ঘর ভাড়া নিয়ে দুর্গাপুরে ডাকাতি শুরু করেছিল তিন যুবক। তবে রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরে ফেলে কোকওভেন থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃত সঞ্জয় সাউ, দীপক সাউ ও নীরজ সাউয়ের বাড়ি বিহারের রতনপুরায়। ইদানিং তারা লেবারহাট বস্তিতে একটি ঝুপড়ি ভাড়া নিয়ে থাকত। রবিবার রাতেও পিসিবিএল মোড়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। এদের কাছ থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃত দীপক সাউয়ের বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে দলে আরও কারা আছে তা জানার চেষ্টা করা হবে পুলিশ জানিয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে লরির খালাসির। রবিবার রাত দেড়টা নাগাদ বুদবুদ থানার তিলডাঙ মোড়ের কাছে ভিড়সিন এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ট্যাঙ্কারটি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল। হঠাত্ দুর্গাপুরমুখী আলুভর্তি একটি লরি সেটির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান লরির খালাসি। লরির চালক পলাতক। তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
নতুন কলেজ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি বেসরকারি পলিটেকনিক কলেজের শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। সোমবার আসানসোলের বকবাঁধি এলাকায় ওই কলেজের শিলান্যাস করেন তিনি। মলয়বাবু জানান, রাজ্য সরকার ঠিক করেছে বেসরকারি উদ্যোগপতিরা যদি এ ধরনের পদক্ষেপ করেন তবে সরকার সবরকম সহযগিতা করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ও।
|
জয়ী মোহনপুর
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
বারাবনি ব্লক কো অর্ডিনেশন স্পোর্টস অ্যাকাডেমির উদ্যোগে পানুড়িয়া, জামগ্রাম ও ইটাপাড়া পঞ্চায়েতের সহযোগিতায় লিগ কাম নক আউট ফুটবলে সোমবার জয়ী হল মোহনপুর এফসি। গৌরান্ডি মাঠে তারা আমনালা শান্তি ক্লাবকে ১-০ গোলে হারায়। এই প্রতিযোগিতায় ইটাপাড়া মাঠের খেলা অমীমাংসিত ছিল। মদনপুর এফসি এবং গৌরবাজার খয়েরবুনি আদিবাসী ক্লাব একটি করে গোল করে।
|
অস্ত্র-সহ ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুই সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। রবিবার রাতে কাঁকসা থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম শিবনারায়ণ সিংহ ও রঞ্জিত নায়েক। পানাগড়ের ক্যানাল পাড় বিহারি পাড়া ও দুর্গাপুরের বেনাচিতি নেতাজি কলোনির বাসিন্দা এঁরা। দু’জনের কাছ থেকে একটি গুলিভর্তি পাইপগান উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
হার ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুজো দিতে এসে ছিনতাইবাজদের কবলে পড়লেন দুই মহিলা। সোমবার কুলটির কপিলেশ্বর মন্দিরের ঘটনা। ওই মহিলাদের অভিযোগ, পুজো দিয়ে ফেরার পথে জনা কয়েক দুষ্কৃতী তাঁদের গলা থেকে হার টেনে নিয়ে পালায়। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজ চলছে।
|
হারল হস্টেল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবলে সোমবার ডিপিএসএ মাঠে ক্লাব ডায়মা ক্লাব ৩-১ গোলে হস্টেল এসিকে হারায়।
|
|
|
রাজীব গাঁধী স্মৃতি ফুটবলের খেলা হল আসানসোলে। |
|
|