টুকরো খবর
ডেঙ্গির জীবাণু মিলল
ডেঙ্গির জীবাণু মিলল জলপাইগুড়ি শহর লাগোয়া পাঙ্গা বটতলা এলাকার এক দেড় বছরের শিশুর রক্তে। জ্বরে আক্রান্ত হওয়ায় গত শনিবার ওই দেড় বছরের শিশু কন্যার রক্ত পরীক্ষা করানো হয়। জলপাইগুড়ির থানা মোড় এলাকার একটি প্যাথোলজি পরীক্ষা কেন্দ্রে রক্ত পরীক্ষা করে ডেঙ্গি সংক্রমণের কথা জানা গিয়েছে। এ কথা স্বাস্থ্য দফতরেও জানানো হয়েছে। গত বছর জলপাইগুড়ি শহরে ডেঙ্গি সংক্রমণের ঘটনা ঘটে। চলতি বছরের ঘটনা তাই স্বাভাবিকভাবেই পুরসভা এবং স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়িয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার বলেন, “আজ সোমবার রিপোর্ট দেখে বিস্তারিত বলা যাবে।” পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত বলেন, “স্বাস্থ্য দফতর থেকে এখনও আমাদের সরকারিভাবে কিছু জানানো হয়নি। পুরসভা প্রতিষেধক ছড়ানোর পাশাপাশি সাফাইয়ের কাজও শুরু করেছে।”

মাদক-বিরোধী র‌্যালি
মাদক-বিরোধী র‌্যালি হল শহরে। রবিবার মেদিনীপুর শহরের স্টেশন রোড থেকে মেদিনীপুর সোস্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে মোটর সাইকেল র‌্যালি শুরু হয়। পাশাপাশি, এক সচেতনতা শিবিরও হয়। পরিবেশ দূষণ, শব্দ দূষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে শিবিরে আলোচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের মেদিনীপুর শাখার অধ্যক্ষ স্বামী মিলনানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন মেদিনীপুর টাউন স্কুলের (বালক) প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী, ফোরামের সম্পাদক নিত্যানন্দ পণ্ডা প্রমুখ।

চক্ষুপরীক্ষা শিবির
চরণপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনা খরচে চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল রবিবার। শিবিরে তিনজন চিকিৎসক একশো জনের চক্ষু পরীক্ষা করেন।

দখল
—নিজস্ব চিত্র।
আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের করিডর ‘দখল’ করে স্বাস্থ্যকর্মীদের স্কুটার থাকায়, রোগীদের ওয়ার্ডে নিয়ে যেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু বলেন, “স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে নির্দিষ্ট স্ট্যান্ডে স্কুটার রাখার ব্যবস্থা করব।” অভিযোগ নার্সদের একাংশের হাসপাতালের ভেতরে স্কুটার রাখার প্রবণতা বেশি। হাসপাতালের নার্সিং সুপার বীণাপাণি কুণ্ডু বলেন, “সবার সঙ্গে আলোচনা করে কী ব্যবস্থা করা যায় দেখা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.