ধর্মঘট ছাড়া আর রাস্তা নেই, বলছে মিনিবাসও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেসরকারি বাসের মালিক সংগঠন ইতিমধ্যেই বাস ধর্মঘট ডেকেছে। এ বার সেই ধর্মঘটে যোগ দিতে চলেছেন মিনিবাসের মালিকেরাও। তাই ১৯ এবং ২০ অগস্ট রাজ্যে বেসরকারি বাস বা মিনিবাস কিছুই চলবে না বলে দাবি মালিকদের। আজ, সোমবার মিনিবাসের মালিক সংগঠনের নেতারা বৈঠকে বসে ধর্মঘটে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মিনিবাস-মালিকেরা বলছেন, ‘এ ভাবে বাস চালানো আর সম্ভব হচ্ছে না। প্রতি মাসেই ডিজেলের দাম বাড়ছে। বাসের যন্ত্রাংশের দামও আকাশ ছুঁয়েছে। রাজ্য সরকার এখনও যদি ভাড়া বাড়ানোর দাবি না-মানে, ধর্মঘটে যাওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না।’ সরকার যে বাসভাড়া বাড়াবে না, ফের তা জানিয়ে দিয়ে পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “মালিকেরা ধর্মঘট না-করে আগে বরং বাস বার করুন। তার পরে ওঁদের সঙ্গে কথা বলব।” মন্ত্রীর কটাক্ষ উড়িয়ে দিয়ে তপনবাবু বলেন, “মন্ত্রী রাজনীতির কথা বলছেন। উনি ভাল করেই জানেন, বাস কেন বসে যাচ্ছে।” তিনি জানান, ভাড়া না-বাড়ানোর ফলে এমনিতেই ৪০% বাস বসে গিয়েছে। বাকিরাও ঝুঁকি নিতে চান না। তপনবাবুর দাবি, “বাস কমছে। যাত্রীদের বাধ্য হয়ে অটোয় চড়তে হচ্ছে। এতে খরচ বেশি হচ্ছে সাধারণ মানুষেরই।”
|
চলতি বছরের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৫ জানুয়ারি। ২০১৪ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হবে, তাঁরাও নাম তোলার জন্য আবেদন করতে পারবেন বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত। ২ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে প্রতিটি বুথে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা থাকবেন। সেখানেই তালিকায় নাম তোলার আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ করে সেগুলি জমা দেওয়া যাবে সংশ্লিষ্ট বুথেই। কোনও ভোটার সম্পর্কে অভিযোগ থাকলে বা কোনও ভোটার অন্য কোথাও চলে গিয়ে থাকলে তাঁদের নাম বাতিলের জন্যও আবেদন করা যাবে। |