অ্যাকাডেমিতে বিশেষজ্ঞ কোচ রাখতে সিএবি-কে নির্দেশ বোর্ডের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সব কিছু ঠিকঠাক চললে আসন্ন ক্রিকেট মরসুম থেকে নিজ অ্যাকাডেমিতে বরাবরের মতো স্পেশ্যালাইজড কোচ রাখার বন্দোবস্ত করতে হচ্ছে সিএবি-কে। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সিএবি সহ অন্য রাজ্য ক্রিকেট সংস্থার কাছে যে ই-মেল এসেছে, তাতে সেটাই বলা আছে। এই মুহূর্তে সিএবি-র ক্রিকেট অ্যাকাডেমি মাত্র একটা। কল্যাণীতে। সেটা এত দিন ম্যাচ খেলার জন্য বেশি ব্যবহার হত। পরিবর্তিত পরিস্থিতিতে শুধু ম্যাচ আয়োজন করলে চলবে না, জুনিয়র পর্যায়ে স্পেশ্যালাইজড কোচের আয়োজনও করতে হবে। যেহেতু জুনিয়র ক্রিকেটের হেড কোচের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন বাংলা অধিনায়ক গৌতম সোম (জুনিয়র), তাই অ্যাকাডেমির প্রধানও তাঁকেই করা হবে। ব্যাটিং, পেস বোলিং ও স্পিন বোলিং এই তিন বিভাগের জন্য স্পেশ্যালাইজড কোচের খোঁজ চলছে। ব্যাটিংয়ের ক্ষেত্রে কারও কারও পছন্দ পলাশ নন্দী বা দেবাঙ্গ গাঁধীকে। স্পিনের দায়িত্ব দেওয়া হতে পারে শরদিন্দু মুখোপাধ্যায় বা উৎপল চট্টোপাধ্যায়কে। পেসারদের কোচের দায়িত্বে থাকতে পারেন বরুণ বর্মন। শুধু স্পেশ্যালাইজড কোচ নয়, অ্যাকাডেমি নিয়ে আরও নির্দেশকা আছে বোর্ডের। যেমন ভারতীয় ক্রিকেটের ইতিহাস, কিংবা ক্রিকেটের নিয়মকানুনের খুঁটিনাটি সবই শেখাতে হবে অ্যাকাডেমিতে। সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলছিলেন, “আগে এ সব কিছুই ছিল না। আর এখন শুধু এ সব করা নয়, করে বোর্ডকে জানাতেও হবে।”
|
হেরে গেল ভারত ‘এ’
সংবাদসংস্থা • প্রিটোরিয়া |
অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে গেল ভারতীয় ‘এ’ দলের কাছে। আজ অস্ট্রেলিয়া ‘এ’ দল প্রথমে ব্যাট করে সাত উইকেটে ৩১০ রান তোলে। গ্লেন ম্যাক্সওয়েল ৫৬ বলে ৯৩ এবং শন মার্শের ৯৬ চাপে ফেলে দেয় ভারতকে। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা (৬১), মুরলী বিজয় (৬০), চেতেশ্বর পূজারা (৫১) লড়াইয়ের চেষ্টা করলেও শেষ পর্যন্ত চেতেশ্বর পূজারার ভারত ‘এ’-কে থামতে হল ২৮৫ রানে। এই ম্যাচ হেরে যাওয়ার ফলে পরের খেলায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারাতে না পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন ভারতীয়রা।
|
মহমেডানে দীপেন্দু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সব ঠিকঠাক চললে নতুন মরসুমে টোলগে ওজবের পাশে স্ট্রাইকার হিসেবে খেলতে দেখা যেতে পারে দীপেন্দু বিশ্বাসকে। আসলে এই মুহূর্তে মহমেডানে টোলগে-জোসিমার বিপজ্জনক জুটি থাকলেও, স্বদেশি স্ট্রাইকার নেই। অসীম বিশ্বাস ও বুধিরাম টুডুর চোট। তাই দলের ফরোয়ার্ড লাইনকে শক্তিশালী করতে দীপেন্দুকে দু’বছরের প্রস্তাব দিয়েছে মহমেডান। ক্লাব সূত্রের খবর, সোমবার বিকেলে সাদা-কালো কর্তাদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসছেন দীপেন্দু। এ দিকে, বসিরহাটের নিউ বাণী সঙ্ঘের সঙ্গে বুধবার মরসুমের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে মহমেডান।
|
নতুন মরসুম শুরুর আগে চেনা মেজাজেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স কাপে চেলসিকে হারিয়ে এ বার ইন্টার মিলানকে ৩-০ উড়িয়ে জয়ের ধারা বজায় রেখেই প্রাক মরসুম যুক্তরাষ্ট্র সফর শেষ করল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডো একটি গোল করেন। বাকি দুটো গোল কাকা এবং রিকি আলভারেজের। রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি ম্যাচ শেষে বলেন, “রোনাল্ডোর গোলটা বিশ্বমানের ছিল। একটা টাচ নিয়ে শট মারা সহজ নয়।” অন্য দিকে মালয়েশিয়ার বিরুদ্ধে চোটের জন্য খেলতে না পারা মেসি এ বার আর্জেন্তিনা-ইতালি ম্যাচেও অনিশ্চিত। চোট না সারলে বুধবার রাতে পোপের জন্য আয়োজিত বিশেষ আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে হয়তো ম্যাচের মূল আকর্ষণকেই দেখতে পাওয়া যাবে না।
|
চ্যাম্পিয়ন মোয়েসের ম্যাঞ্চেস্টার |
নতুন মরসুমের প্রথম ম্যাচেই ট্রফির স্বাদ পেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ ডেভিড মোয়েস। গত মরসুমের প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ী দলের লড়াইয়ে রবিন ফান পার্সির জোড়া গোলে উইগানকে ২-০ হারিয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার। চোটের কারণে রুনি না থাকায়, ফান পার্সি-ওয়েলবেক জুটিকে নিয়েই আক্রমণ সাজান মোয়েস। প্রথমার্ধের শুরুতেই ফান পার্সি ১-০ করেন। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ডাচ তারকা।
|
আইটিটিএফ ওয়ার্ল্ড ট্যুর টুর্নামেন্ট ব্রাজিল ওপেনে অনূর্ধ্ব-২১ বিভাগে খেতাব জিতলেন সৌম্যজিৎ ঘোষ। সাত গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সৌম্যজিৎ ৪-৩-এ হারান ফ্রান্সের বেঞ্জামিন ব্রসিয়ের-কে। মেয়েদের অনূর্ধ্ব-২১ বিভাগে চ্যাম্পিয়ন মণিকা বাত্রা। স্থানীয় প্লেয়ার ক্যারোলিন কুমাহারা-কে হারান তিনি। এ ছাড়া সদ্য দক্ষিণ এশিয়ান জুনিয়র খেতাব জয়ী সাগরিকা ঘোষ ক্যাডেট গার্লস সিঙ্গলসে চ্যাম্পিয়ন।
|
জাতীয় সাব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে অষ্টম রাউন্ডের পর শীর্ষস্থান হারাল দীপ্তায়ন ঘোষ। বাংলার চ্যাম্পিয়ন দাবাড়ু এবং টুর্নামেন্টের শীর্ষবাছাই দীপ্তায়ন তামিলনাড়ুর বি কুমারনের সঙ্গে ড্র করার পরই পিছিয়ে যায়। তামিলনাড়ুরই মুরলী কার্তিকেয়ন সতীর্থ এন আর ভিসাককে হারিয়ে এখন শীর্ষে। দীপ্তায়ন, বি কুমারন আর ওড়িশার সিদ্ধান্ত মহাপাত্র দ্বিতীয় স্থানে।
|
সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আগামী ১৫ অগস্ট শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী হাসপাতালে দুঃস্থ খেলোয়াড়, সাংবাদিক ও মাঠকর্মীদের চিকিৎসার জন্য দু’টি বেড-এর ব্যবস্থা হচ্ছে। উদ্বোধন করবেন প্রাক্তন ভারতীয় স্পিনার কারসন ঘাউড়ি।
|
পেনাল্টি থেকে প্রথম গোল ওডাফার |
রবিবার ভগৎ সিংহ স্টেডিয়ামে বিশ্বনাথ মশানের তোলা ছবি। |
মরসুমের প্রথম গোল করলেন গোলমেশিন ওডাফা ওকোলি। রবিবার দুর্গাপুরে এক প্রস্তুতি ম্যাচে মোহনবাগান সেইল অ্যাকাডেমিকে ১-০ গোলে হারাল করিম বেঞ্চারিফার দল। ম্যাচের একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন ওডাফা। |