বাজ পড়ে মৃত পুণ্যার্থী-সহ ৪ জন
নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
রবিবার দুপুরে প্রবল বৃষ্টির সময় হুগলিতে বাজ পড়ে এক জলযাত্রী-সহ চার জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ৩টে নাগাদ বৃষ্টি থেকে মাথা বাঁচাতে জলযাত্রীরা নালিকুলে একটি দোকানে আশ্রয় নেন। সেখানে বাজ পড়লে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। মৃতদের নাম অনুপ বিশ্বাস (৪০) এবং গৌতম কুণ্ডু (৩২)। স্থানীয় বাসিন্দা অনুপবাবু ওই দোকানেরই মালিক। গৌতমবাবুর বাড়ি বহরমপুরের কাশিমবাজারে। তিনি হেঁটে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। ওই এলাকাতেই একটি ধানখেতে বাজ পড়লে শিবানী সিংহ (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়। দু’জন আহত হন। অন্য একটি ঘটনায়, একই সময়ে সিঙ্গুরের বলরামবাটিতে বজ্রপাতে এক খেতমজুরের মৃত্যু হয়। পুলিশ জানায়, বছর পঁয়ত্রিশের ওই যুবক বর্ধমানের জৌগ্রাম থেকে কাজ করতে এসেছিলেন।
|
স্কুলভোটে জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা • মন্দিরবাজার |
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়লাভ করল সিপিএম। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের গোপালনগর জুনিয়র হাইস্কুলে এই নির্বাচন হয়। নির্বাচনে তিনটি আসনের সবকটিতেই জয়ী হয়েছে সিপিএম। এর আগে বহুদিন ওই বিদ্যালয়ে কোনও কমিটি ছিল না। প্রশাসনের মাধ্যমে কাজকর্ম চলত। পুনরায় অভিভাবক প্রতিনিধি নির্বাচন শুরু হওয়ায় খুশি অভিভাবকেরা।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
শনিবার সন্ধ্যায় গোঘাটের কামারপুকুরে দাঁড়িয়ে থাকা দুধ উৎপাদন সংস্থার একটি গাড়ির সঙ্গে মোটরবাইকের ধাক্কায় মৃত্য হল বাইক আরোহীর। মৃতের নাম কিরণময় মণ্ডল (১৭)। বাড়ি স্থানীয় হরিসভা গ্রামে। কামারপুকুর থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটির পিছনে বাইক নিয়ে ধাক্কা মারে তার বাইকটি। আরামবাগ মহকুমা হাসপাতালে তার মৃত্যু হয়।
|
বালিকার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
শনিবার রাতে গোঘাটের বেঙ্গাই গ্রামে এক বালিকার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম বিউটি ঘোষ (১৩)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত কিছু কামড়ায়।
|
পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে বাগনানের বীরকুল গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুকুমার বাগ (৪২)। বাড়ি ওই এলাকাতেই। |