টুকরো খবর
হিঙ্গোলিতে হামলা বালি মাফিয়ার
ফের বালি মাফিয়াদের আক্রমণ। এ বার লক্ষ্য মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার এক তহসিলদার। শনিবার পেনগঙ্গা থেকে বেআইনি ভাবে বালি তুলে নিয়ে যাচ্ছিল একটি ট্রাক্টর। ওই ঘটনার খবর পেয়ে বিদ্যাচরণ কাদাওকর নামে ওই তহসিলদার সেখানে যান। বালি ভর্তি ট্রাক্টর আসতে দেখে হাত দিয়ে থামতে বলেন। ট্রাক্টর উল্টে গতি বাড়িয়ে প্রায় তাঁকে পিষে মারার চেষ্টা করে। ঘটনার সময়ে তহসিলদারের সঙ্গে কোনও পুলিশকর্মীও ছিলেন না। ওই ট্রাক্টর চালককে খুঁজছে পুলিশ। বাসাম্বা থানায় এই ঘটনা নিয়ে ৩৭৯ ও ৩৫৩ ধারায় মামলা করা হয়েছে। ওই দিনই সকালে পুলিশের সাহায্যে হিঙ্গোলি জেলার পেড়গাঁও গ্রামে বালি ভর্তি আরও দু’টি ট্রাক্টর আটক করেন বিদ্যাচরণ। কয়েক দিন আগে হিমাচলপ্রদেশের সোলান জেলায় একই ভাবে বালি মাফিয়ারা পিষে মারার চেষ্টা করেছিল আইএএস অফিসার ইউনুস খানকে। তিনি উত্তরপ্রদেশে সাসপেন্ড হওয়া আইএএস অফিসার দুর্গাশক্তি নাগপালেরই সহপাঠী। আইএএস অফিসারদের বিরুদ্ধে আজ ফের বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খানকে। একটি হিন্দি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, “ব্রিটিশ শাসনে সর্বভারতীয় সিভিল সার্ভিসের অফিসার তৈরি করা শুরু হয়। তাঁদের বোঝানো হত, তাঁরা যেন রাজা হতে চলেছেন। সেই ধারণা এখনও রয়েছে। অফিসাররা নিজেকে রাজার মতোই কেউকেটা ভাবেন।” আজম জানান, ব্রিটেন, রাশিয়া, চিন এবং জাপানের মতো দেশে সিভিল সার্ভিস আর নেই। ভারত থেকেও তুলে দেওয়া উচিত। দুর্গাশক্তির প্রসঙ্গে ফেসবুকে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করায় দলিত বিশেষজ্ঞ কানওয়াল ভারতী গ্রেফতার হন। ভাট্টির দাবি, আজম খানের লোকেরা এখনও তাঁর প্রাণনাশের হুমকি দিচ্ছে।

পুরনো খবর:

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জঙ্গি গ্রেনেড
মণিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গ্রেনেড ছুঁড়ে পালালো জঙ্গিরা। বিস্ফোরণে কেউ হতাহত না-হলেও স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার এই পরিস্থিতিতে উদ্বিগ্ন বিভিন্ন মহল। গত সন্ধ্যায় ইম্ফলের বাবুপাড়ায় ওই ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের বাসভবনে প্রবেশপথে গ্রেনেড বিস্ফোরণ হয়। গতকালই স্বাধীনতা দিবস বয়কটের ডাক দেয় মণিপুরের ছ’টি জঙ্গি সংগঠন। নাশকতার আশঙ্কার রাজ্য জুড়ে নিরাপত্তা কঠোর করা হয়। কিন্তু পুলিশ ও সিআইএসএফ-এর পাহারায় থাকা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জঙ্গিহানায় নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে রাজ্য পুলিশের ডিজি ওয়াইনাম জয়কুমারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী গাইখংবাম। তিনি বলেন, “ছুটির দিন হওয়ায় বিস্ফোরণে প্রাণহানি হয়নি।” শহরের বিভিন্ন প্রান্তে সিসিটিভি ক্যামেরাগুলির কার্যকারিতা নিয়ে প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন, অধিকাংশ ক্যামেরা অকেজো হয়ে রয়েছে। বেসরকারি যে সংস্থা ক্যামেরাগুলি বসিয়েছিল, তাদের সঙ্গে চুক্তিতে রক্ষণাবেক্ষণের শর্ত না-থাকায় এই সমস্যা হচ্ছে। যে সব ক্যামেরা এখনও ঠিকঠাক রয়েছে, অনেক সময় লোডশেডিং থাকায় সে গুলিতেও ছবি উঠছে না।

পৃথক রাজ্যের দাবিতে কংগ্রেসের স্মারকলিপি
কার্বি আংলং-কে পৃথক রাজ্যের স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে স্মারকলিপি দিল ওই জেলার কংগ্রেস কমিটি। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বারবারই বলছেন, “তাঁর দল এবং তিনি অসমের ভাঙন চান না।” কিন্তু জেলা স্তরে কংগ্রেস নেতা-কর্মীরা পৃথক রাজ্যের দাবিতে সরব। পরিস্থিতি সামলাতে হাইকমান্ডের নির্দেশে অসমে পৌঁছেছেন এআইসিসি সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে। ডিফুতে অবিনাশবাবুর সঙ্গে দেখা করে পৃথক রাজ্যের দাবিতে স্মারকলিপি তুলে দেন জেলা কংগ্রেস নেতারা। ‘কার্বি আংলং স্বায়ত্ত্বশাসিত রাজ্য দাবি কমিটি’ও তাঁকে স্মারকলিপি দিয়েছে। আজই নিজের বাসভবনে কার্বি আংলং-এ পৃথক রাজ্যের দাবিতে তৈরি যৌথ মঞ্চের ১০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন গগৈ। মঞ্চের প্রতিনিধিরা দাবি জানান, এ নিয়ে কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে দ্রুত ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।পৃথক রাজ্যের দাবিতে বড়োভূমিতে সাইকেল মিছিল করে আবসু। কোকরাঝাড়, বিজনি-সহ বিভিন্ন জায়গায় বড়োল্যান্ডের দাবিতে সাইকেল মিছিল হয়।

মোদীর তুলনা সর্দার পটেল: শিবরাজ
নরেন্দ্র মোদীর সঙ্গে সর্দার বল্লভভাই পটেলের তুলনা করলেন শিবরাজ সিংহ চৌহান। রবিবার টুইটারে চৌহান বলেন,“কাজ ও উচ্চতার বিচারে নরেন্দ্র মোদীর সঙ্গে এক মাত্র সর্দার বল্লভভাই পটেলের তুলনা করা যেতে পারে।” মুখ্যমন্ত্রী হিসেবে কাজের বিচারে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের তুলনা করেছিলেন লালকৃষ্ণ আডবাণী। বিজেপি-র অভ্যন্তরীণ রাজনীতিতে মোদীর বিকল্প হিসেবে আডবাণী শিবরাজকে তুলে ধরছেন বলে ধারণা হয়েছিল নানা শিবিরের। পরে অবশ্য একাধিক বার মোদীর প্রশংসা করেছেন শিবরাজ। তবে তাঁর রবিবারের মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রশিদ আলভির কথায়, “সর্দার পটেল কেবল মন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন এক বড় মাপের স্বাধীনতা সংগ্রামী। এই ধরনের তুলনা দুর্ভাগ্যজনক।”

ফের পাক হামলা, আহত জওয়ান
পাঁচ ভারতীয় জওয়ানকে হত্যার পরে ৪৮ ঘণ্টায় তিন বার সংঘর্ষ বিরতি ভাঙল পাকিস্তান। আজ পাক সেনার হামলায় আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান। কাল জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় পোস্টগুলির উপরে ৭ হাজার রাউন্ড গোলাবর্ষণ করে পাক সেনা। আজ সকাল সাড়ে এগারোটায় বালাকোট-মেন্ধার এলাকায় ভারতীয় পোস্টগুলি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানিরা। জবাব দেন ভারতীয় জওয়ানরাও। তবে ওই গুলির লড়াইয়ে কোনও জীবনহানি হয়নি। প্রায় একই সময়ে জম্মুর কানাচক এলাকায় আলফা মাছিয়াল বর্ডার পোস্টে গুলি চালায় পাক সেনা। বুকে গুলি লাগে বিএসএফ জওয়ান পবন কুমারের। মেরুদণ্ডে আঘাত লাগায় পক্ষাঘাত হয়েছে তাঁর। ওই আহত জওয়ানকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়েছে। জম্মুতে দুপুর দু’টো পর্যন্ত গুলির লড়াই চলে বলে জানিয়েছে বিএসএফ।

মঞ্চে দুর্নীতিতে অভিযুক্ত বঙ্গারু
দক্ষিণ ভারতে প্রথম সভা নরেন্দ্র মোদীর। আর সেই সভার মঞ্চে হাজির দুর্নীতির দায়ে অভিযুক্ত দলের প্রাক্তন সভাপতি বঙ্গারু লক্ষ্মণ। দলের মধ্যে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে তুলকালাম। ক্ষুব্ধ মোদীও। দুর্নীতি নিয়ে কংগ্রেসকে উঠতে বসতে তুলোধোনা করছেন লোকসভা ভোটে বিজেপি-র প্রধান মুখ মোদী। তাই মঞ্চে বঙ্গারুর উপস্থিতি মোটেও পছন্দ হয়নি তাঁর। বিজেপি সভাপতি থাকার সময় বঙ্গারু এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এক টেলিভিশন চ্যানেলের স্টিং অপারেশনে ক্যামেরাবন্দি হয়েছিল সেই ঘটনা। দলের প্রাক্তন সভাপতি জেলও খেটেছেন। এখন তিনি জামিনে মুক্ত। এমন ব্যক্তিদের সঙ্গে নিজের নাম জড়াতে চান না মোদী। সে কথা দলকে জানিয়ে দিয়েছেন তিনি।

স্থলসীমা চুক্তির বিল পেশ আজ
পাশ হওয়ার আশা নেই জেনেও সোমবার রাজ্যসভায় বাংলাদেশের সঙ্গে স্থলসীমা চুক্তি সংক্রান্ত বিলটি পেশ করছে সরকার। দু’দেশের মধ্যে চুক্তি রূপায়ণের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। বিধি অনুযায়ী তাই বিলটি অন্তত দুই তৃতীয়াংশ ভোটে সংসদের দুই কক্ষে পাশ হওয়া প্রয়োজন, বিজেপির সমর্থন ছাড়া যা সম্ভব নয়। কিন্তু দিন কয়েক আগে লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ ও অরুণ জেটলিরা প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে জানিয়ে দিয়েছেন, বিজেপির পশ্চিমবঙ্গ ও অসম শাখার সঙ্গে আলোচনার পরে তাঁরা বিলটির বিরোধিতা করার সিদ্ধান্তই নিয়েছিন। রবিবার বিজেপির এক নেতা জানান, দল আগের অবস্থানেই অটল রয়েছে। বিলটি পেশ করার সময়ে বিজেপি বাধা না দিলেও পাশের সময়ে বিরোধিতা করবে। তৃণমূল ও অসম গণ পরিষদও বিলটির বিরোধী। কংগ্রেসের এক নেতার কথায়, “সবার বাধায় বিলটি সিলেক্ট কমিটিতেও ফিরে যেতে পারে। সুতরাং লোকসভা ভোটের আগে বিষয়টি নিয়ে আর কিছুই হচ্ছে না।”

গলাকাটা দেহ উদ্ধার বালিকার
মেঘালয়ের উত্তর গারো পাহাড় এলাকায় নিখোঁজ এক বালিকার গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছে। বাজেংডোবার চিসিমপাল গ্রামের ১২ বছরের একটি মেয়ে শুক্রবার থেকে নিখোঁজ ছিল। গতকাল বিকেলে গ্রামের পাশে একটি নদীর তীরে তার দেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে অনুমান, তাকে ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়েছে।

নদীতে মৃত ২
নদীতে তলিয়ে গেল দুই বালক। পুলিশ জানায়, আজ লখিমপুরে খরস্রোতা জিয়াঢল নদীতে পড়ে যায় কনক দৈমারি, বিদ্যুৎ লিম্বু। জলের টানে তলিয়ে যায় দু’জন। পরে, তাদের দেহ উদ্ধার করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.