সেপ্টেম্বর থেকে বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করবে এনটিপিসি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে এনটিপিসি বাংলাদেশকে দৈনিক ২৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ দেবে। এনটিপিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (জন সংযোগ) দীপনা মেহেতা জানান, “২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি এনটিপিসির বিদ্যুৎ বানিজ্য নিগমের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুসারেই বাংলাদেশকে ২৫ বছরের জন্য ২৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ বিক্রি করা হবে।” এনটিপিসি সূত্রে জানা গিয়েছে, এনটিপিসি বর্তমানে বিভিন্ন রাজ্যকে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করে থাকে তা অক্ষুন্ন রেখেই বাড়তি উৎপাদিত বিদ্যুৎ পড়শি রাষ্ট্র বাংলাদেশকে দেবে। বাংলাদেশকে ইউনিট পিছু ৫ টাকা বেশি দরে বিদ্যুৎ বিক্রি করা হবে। এর ফলে বছরে প্রায় ৩২০০ কোটি টাকা লাভের মুখ দেখবে এনটিপিসি। ভারতের পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রিড সংযুক্ত করতে মুর্শিদাবাদের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত একটি পাওয়ার গ্রিড তৈরির কাজ প্রায় শেষের মুখে। এর জন্য ফরাক্কা-জিরাট পাওয়ার গ্রিডটির বিদ্যুৎ সরবরাহ ক্ষমতাও বাড়ানো হচ্ছে। এই সমস্ত কাজই চলতি মাসের মধ্যেই শেষ হবে বলে আশা এনটিপিসির।
|
পর্যটন শিল্পের বেহাল দশার জন্য সরকারকেই দুষলেন ওবেরয়
নিজস্ব প্রতিবেদন |
দেশে পর্যটন শিল্পের বেহাল অবস্থার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকেই দায়ী করলেন ওবেরয় হোটেল গোষ্ঠীর কর্ণধার পি আর এস ওবেরয়। তাঁর মতে উন্নত দুনিয়ায় মন্দা ছাড়াও পরিকাঠামোয় খামতি, পরিচ্ছন্নতার অভাব ইত্যাদি কারণে বিদেশিরা অনেক সময়েই ভারত ভ্রমণ থেকে পিছিয়ে যাচ্ছেন। ইআইএইচ লিমিটেডের প্রধান সংস্থা ওবেরয় হোটেল গোষ্ঠীর গ্র্যান্ড এবং ট্রাইডেন্ট দেশের অগ্রণী হোটেগুলির অন্যতম। ২০১২-’১৩ আর্থিক বছরে ইআইএইচের নিট মুনাফা আগের বছরের থেকে অর্ধেকেরও বেশি কমে দাঁড়িয়েছে ৫০ কোটি ৯৬ লক্ষ ৪০ হাজার টাকা। অবশ্য চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে চাকা কিছুটা ঘুরেছে। নিট মুনাফা আগের বারের থেকে কিছুটা বেড়ে হয়েছে ১০.৫৫ কোটি টাকা। বেড়েছে হোটেলে ঘরের চাহিদাও। ইআইএইচের ভাইস চেয়ারম্যান এস এস মুখোপাধ্যায় বলেন, “আশা করছি প্রথম ত্রৈমাসিকের এই ধারা অর্থবর্ষের বাকি সময়েও ধরে রাখতে পারব। তবে দেশে হোটেল শিল্পে মোট ব্যবসা বাড়ছে না। বিপণন-সহ আরও কিছু কৌশলের মাধ্যমে অন্যের ব্যবসা নিজের দিকে টেনে আনার প্রতিযোগিতাই এখন দেখা যাচ্ছে। এতে অবশ্য ইআইএইচ কিছুটা এগিয়ে বলে মন্তব্য করেন মুখোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় ইআইএইচের বার্ষিক সাধারণ সভায় ওবেরয় আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় বাজেটে গুরুত্ব পায় না পর্যটন শিল্প। বিভিন্ন রাজ্যে পরিকাঠামোর হাল এতটাই খারাপ যে, বর্ষাকালে জল জমা একটা বড় সমস্যা। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতারও যথেষ্ট অভাব। বিশ্ব জুড়ে আর্থিক সমস্যার পাশাপাশি এই সব কারণও ভারতে বিদেশি পর্যটক টানার পথে অন্তরায়।
|
ভারতে সংস্থা ছাড়ার হিড়িক আর্সেলরমিত্তলে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কাজ নেই। তাই হতাশায় ভারতে আর্সেলরমিত্তলের শাখা সংস্থা ছাড়ছেন প্রথম সারির কর্তারা। যে ২০ জন ইস্তফা দিয়েছেন, তার মধ্যে আছেন নতুন প্রকল্পের দায়িত্বে থাকা সিইও সনক মিশ্র। ঝাড়খণ্ড, ওড়িশা, কর্নাটকে ৩টি ইস্পাত প্রকল্প গড়ার কথা ঘোষণা করলেও একটিও দিনের আলো দেখেনি। গত মাসেই বাতিল হয়েছে ওড়িশা প্রকল্প।
|
ছোট লগ্নিকারীদের টাকা ফেরত দেবে স্পট এক্সচেঞ্জ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে ছোট লগ্নিকারীদের টাকা ফেরত দেবে সঙ্কটে পড়া ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ লিমিটেড (এনএসইএল)। এর জন্য তারা একটি নির্দিষ্ট (এসক্রো) অ্যাকাউন্ট খুলে সেখানে ওই টাকা জমা রেখেছে বলে জানিয়েছে। প্রসঙ্গত, এই এক্সচেঞ্জে লেনদেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন প্রায় ৮ হাজার ছোট লগ্নিকারী। এনএসইএল-কে মেটাতে হবে ৫৬০০ কোটি টাকা। ১৪ অগস্টের মধ্যে এ জন্য পরিকল্পনা পেশ করবে তারা। |