টুকরো খবর
ইস্তফা দিতে হুমকি পঞ্চায়েত সদস্যকে, নালিশ
সিপিএমের এক নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে সদস্যপদ থেকে ইস্তফা দিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জামুড়িয়ার চুরুলিয়া পঞ্চায়েত এলাকার ঘটনা। ওই গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর সংসদে জয়ী সিপিএম প্রার্থী মীরা রুইদাসের অভিযোগ, শনিবার রাতে তৃণমূলের প্রবীর রুইদাস, ফটিক রুইদাস-সহ জনাকয়েক সমর্থক তাঁর বাড়িতে চড়াও হন। তাঁকে পঞ্চায়েতের সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার জন্য হুমকিও দেন তাঁরা। তিনি প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেই জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মীরাদেবী। প্রবীরবাবু এবং ফটিকবাবুরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

অশালীন আচরণে সাসপেন্ড খনিকর্মী
এক মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণ করার অভিযোগে এক খনিকর্মীকে সাসপেন্ড করল কর্তৃপক্ষ। রানিগঞ্জের নিমচা কোলিয়ারির ঘটনা। খনি কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই কোলিয়ারিরই এক মহিলা কর্মী কর্তৃপক্ষের কাছে খনিকর্মী ইন্দ্রদেব মোদীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতেই ইন্দ্রদেবকে সাসপেন্ড করা হয়েছে। কোলিয়ারির এজেন্ট মদনমোহন কুমার জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উনি সাসপেন্ড থাকবেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রদেব মোদী ওই কোলিয়ারির তৃণমূল প্রভাবতি কেকেএসসির শাখা সম্পাদক। কেকেএসসির সাধারণ সম্পাদক হরেরাম সিংহ জানান, অভিযুক্তকে আপাতত সাংগঠনিক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সংগঠনগত ভাবেও তদন্ত করা হবে।

ফের কোন্দল কেকেএসসি-র
তৃণমূল প্রভাবিত কেকেএসসি-র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হল পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে। শনিবার খোট্টাডিহি কোলিয়ারি এলাকায় কেকেএসসির সম্পাদক সাহাবুদ্দিন আলি-সহ তিনজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল কেকেএসসির খোট্টাডিহি কোলিয়ারির শাখা সভাপতি লক্ষ্মী সেতয়ারের বিরুদ্ধে। তিনি জানান, শনিবার রাতে তাঁরা কেকেএসসির কার্যালয়ে বসেছিলেন। কার্যালয়টি দখল করার জন্য লক্ষ্মী সেতয়ার বেশ কিছু দুষ্কৃতীদের নিয়ে তাঁদের উপর চড়াও হয়। তবে লক্ষ্মী সেতয়ার দাবি, সাহাবুদ্দিন আলিরা খনিকর্মীদের কাছ থেকে বদলি ও আবাসন পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। টাকা দিয়েও যাঁদের কাজ হয়নি তাঁরাই দল বেঁধে সাহাবুদ্দিনবাবুকে মারধর করেছে।

গাড়ির ধাক্কায় মৃত খনিকর্মী, বিক্ষোভ

উৎপাদন বন্ধ রাখা হল ছোড়া খোলামুখ খনিতে। রবিবারের নিজস্ব চিত্র।
কয়লা বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক খনিকর্মীর। মৃতের নাম শ্যামল মুখোপাধ্যায় (৫৯)। রবিবার অন্ডালের ছোড়া খোলামুখ খনিতে দুর্ঘটনাটি ঘটে। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ শ্যামলবাবু খনি চত্বরে দাঁড়িয়েছিলেন। তখন কয়লা বোঝাই একটি গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় শ্যামলবাবুর। এরপর শ্রমিক সংগঠনগুলি ক্ষতিপূরণ এবং পোষ্যের চাকরির দাবিতে বিকাল পর্যন্ত উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান। খনি কর্তৃপক্ষ জানান, ইসিএলের পদ্ধতি মেনেই পোষ্যকে চাকরিতে নিয়োগ করা হবে।

দুর্ঘটনায় মৃত যুবক
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বাহাদুরপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জিতেন্দ্র কোল (২৪)। বাড়ি অন্ডালের ৭ নম্বর এলাকায়। এক বন্ধুকে মোটরবাইকে চাপিয়ে বাড়ি ফেরার পথে বাহাদুরপুরে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের মোটরবাইকের। ঘটনাস্থলেই মারা যান তিনি।

কৃতীদের সংবর্ধনা
ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ২৭০ জন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল রবিবার। এসএফআইয়ের জামুড়িয়া জোনাল কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক দীপঙ্কর দে, জামুড়িয়ার সিপিএম বিধায়ক জাহানারা খান এবং পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

নতুন শ্রেণিকক্ষ
শহরের একটি প্রাথমিক স্কুল ও একটি মাধ্যমিক স্কুলে অতিরিক্ত শ্রেণিকক্ষের উদ্বোধন হল রবিবার। উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা আসানসোল বিধায়ক মলয় ঘটক। সেগুলি নির্মাণের জন্য বিধায়কের তহবিল থেকে ৯ লক্ষ টাকা অনুদান মিলেছিল।

কোথায় কী

দুর্গাপুর

ফুটবল প্রতিযোগিতা। নবারুণ ক্লাবের মাঠ। বিকাল ৩টা।

ফুটবল প্রতিযোগিতা। কনিস্ক ফুটবল মাঠ। বিকাল সাড়ে ৩টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.