টুকরো খবর |
নাগরাকাটার ব্যাঙ্কে চুরির চেষ্টা কিশোরের
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ব্যাঙ্কের ঘুলঘুলি ভেঙে ভিতরে ঢুকে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে নাগরাকাটার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। শুক্রবার রাতে নাগরাকাটার নন্দুমোড় লাগোয়া রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা অফিসের ঘটনা। ঘুলঘুলি ভেঙে এক দুষ্কৃতী ভিতরে ঢুকলেও, যে ঘরে ব্যাঙ্কের সিন্দুক ছিল সেখানে অবশ্য সে যেতে পারেনি। শনিবার সকালে ঘুলঘুলি ভাঙা দেখে পুলিশে অভিযোগ জানানো হয়। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ দেখে পুরো বিষয়টি পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘুলঘুলি ভেঙে এক কিশোর ব্যাঙ্কে ঢুকেছিল। ব্যাঙ্কের ভিতরে ১ ঘণ্টারও বেশি সময় কাটিয়ে অনেক চেষ্টা করেও দরজা ভেঙে অন্য ঘরে যেতে পারেনি সে। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, দুটি অব্যবহৃত এটিএম কার্ড ছাড়া কিছুই চুরি যায়নি। ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার আনন্দ কুমার বলেন, “গ্রামীণ শাখা বলে ওই ব্যাঙ্কে কোনও নৈশপ্রহরীর ছিলেন না। তবে তেমন কিছু চুরি যায়নি” মহকুমার পুলিশ আধিকারিক অরিন্দম সরকার বলেন, “ওই কিশোরকে চিহ্নিত করা হয়েছে। তার সন্ধানে তল্লাশি চলছে।”
|
ভোটার তালিকা প্রকাশ বালুরঘাটে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
শনিবার বালুরঘাট পুরসভা নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করল জেলা প্রশাসন। ২১ সেপ্টেম্বর বালুরঘাট পুরসভা নির্বাচন হবে। আগামী শুক্রবার পুরভোটের বিজ্ঞপ্তি জারি হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এ দিন ভোটার তালিকা প্রকাশ করে মহকুমাশাসক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মোট ভোটার সংখ্যা ৫২,৯৩৪ জন।” শহরের ২৩টি ওয়ার্ড ভেঙে এবারে ২৫টি ওয়ার্ডের ভোট গ্রহণ হবে। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৬৫টি। মহকুমা শাসক জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে মনোনয়ন জমা শুরু হবে। মনোনয়নের শেষ দিন আগামী ২৩ অগস্ট।
|
ডিকি খুলে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
স্কুটারের ডিকি খুলে ৭৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারে। শনিবার দিনেদুপুরে ঘটনাটি ঘটেছে শহরের অন্যতম ব্যস্ত চৌপথি এলাকায়। এ দিন বেলা বারোটা নাগাদ শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পুরকর্মী সুব্রত সরকার নামে এক বাসিন্দা ব্যাঙ্ক থেকে টাকা তুলে এনে স্কুটারের ডিকিতে রাখেন। এর পর তিনি পাশের একটি দোকানে যান। সুব্রতবাবুর অভিযোগ, “স্ত্রী-র চিকিৎসার জন্য ৭৫ হাজার টাকা তুলেছিলাম। ওষুধ কিনে কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি ডিকি খোলা। টাকার ব্যাগও ভোটের কার্ড, প্যান কার্ড উধাও। আলিপুরদুয়ার থানার আইসি মলয় মজুমদার বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
|
তরুণীকে ধর্ষণ, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
মোটর বাইকে তুলে পাট খেতে নিয়ে গিয়ে তরুণীকে ধষর্র্ণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া থানার পূর্বপামিল এলাকাতে ঘটনাটি ঘটেছে। ধৃত ব্যক্তির নাম মহম্মদ চৌধুরী। রামগঞ্জ এলাকায় বাড়ি। শুক্রবার রাতে ওই তরুণী চোপড়া থানায় অভিযোগ দায়ের করেন। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “তদন্ত করে দেখা হচ্ছে।” শনিবার চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও ওই তরুণী শারীরিক পরীক্ষা করাতে রাজি হননি।
|
সম্মেলন করবে প্রদেশ কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ৯ সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেস কাউন্সিলের সম্মেলন হবে শিলিগুড়িতে। শনিবার শিলিগুড়ির হিলকার্ট রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান, দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি (সমতল) শঙ্কর মালাকার। তিনি জানান, এক দিনের সম্মেলনে কংগ্রেসের রাজ্য কমিটির সদস্যেরা থাকবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সি পি জোশীরও থাকার কথা। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, রাজ্যে দলের সমস্ত বিধায়ক এবং সাংসদরা উপস্থিত থাকার কথা। শিলিগুড়ির দীপবন্ধু মঞ্চে ওই সম্মেলন হবে।
|
যুবকের দেহ নদীতে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যাওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার দুপুরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীমতি নদী থেকে দেহটি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাবুলাল রাউত (২৩)। শান্তিকলোনি এলাকার বাসিন্দা পেশায় রং মিস্ত্রি বাবুলাল রাউত বন্ধুদের সঙ্গে শুক্রবার দুপুরে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
হার ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক বৃদ্ধার হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ইসলামপুর থানার ক্ষুদিরাম পল্লি এলাকার ঘটনা। ওই এলাকার বাসিন্দা বৃদ্ধা রেণু তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মোটরবাইকে চেপে আসা দুই দুষ্কৃতী টান দিয়ে তাঁর গলার হার ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
|
সোনা চুরি, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
সোনার দোকানে চুরির অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বালুরঘাটের মোক্তারপাড়া এলাকায় একটি গয়নার দোকানে দুষ্কৃতীরা ঢুকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের গয়না চুরি করে বলে অভিযোগ। শনিবার পুলিশ চকভৃগু এবং ঘাটকালী থেকে তাদের ধরে।
|
বাসে গাঁজা আটক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গাঁজা-সহ দু’জনকে আটক করল নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। শনিবার সকালে শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে কোচবিহার থেকে শিলিগুড়ি আসা একটি বাস থেকে ৪ কেজি গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করা হয় বলে পুলিশের দাবি। আগাম খবরের ভিত্তিতে পুলিশ আগে থেকেই ৩১ নম্বর জাতীয় সড়কে হাজির ছিল। |
|