টুকরো খবর
দুই ছাত্রীকে অপহরণ, ধৃত ৩
দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে শুক্রবার রাতে দু’জনকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। ধৃত রাহুল দাস ও তাঁর মামা অবিনাশ দাসের বাড়ি বনগাঁর কুন্দিপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগদার তেঘড়িয়া এলাকার বাসিন্দা ওই ছাত্রীর সঙ্গে অটোচালক রাহুলের ঘনিষ্ঠতা ছিল। ছাত্রীটি এখনও প্রাপ্তবয়স্ক নয়। ৩১ জুলাই স্কুলে যাওয়ার নাম করে বেরিয়েছিল সে। তারপর আর বাড়ি ফেরেনি। ৫ অগস্ট বাগদা থানায় মেয়েকে অপহরণের অভিযোগ করেন ছাত্রীর মা। শুক্রবার রাহুল ও তাঁর মামাকে গ্রেফতার করে পুলিশ। ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে পুলিশ। অন্য দিকে, নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে গোপালনগর থানার বালিয়ানপুর গ্রাম থেকে দীপঙ্কর বিশ্বাস নামে বছর একুশের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাগদার চরমণ্ডল এলাকার বছর সতেরোর এক নাবালিকাকে সে অপহরণ করে বলে অভিযোগ।

অস্বাভাবিক মৃত্যু দুই শিশুর
অস্বাভাবিক মৃত্যু হল একই গ্রামের দুই শিশুর। হিঙ্গলগঞ্জের রমাপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতদের নাম খোকা মণ্ডল (৭), রাজু মণ্ডল (৮)। রমাপুর গ্রামের বাসিন্দা মানিক মণ্ডলের ছেলে খোকা প্রথম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার সকালে বাবা-মায়ের সঙ্গে সে মাঠে গিয়েছিল। বাবা-মা জমিতে ধান রোয়ার কাজ করছিলেন। হঠাৎ তাঁরা খেয়াল করেন, খোকা নেই। কাছেই একটি ডোবার জলে তার দেহ ভাসতে দেখা যায়। পুলিশের অনুমান, খেলতে গিয়ে পা পিছলে ডোবায় পড়ে মৃত্যু হয়েছে তার। ওই গ্রামেরই রাজু এ দিন বাড়িতে একটি দড়ির এক দিক গ্রিলে ও অন্য দিক দোলনার সঙ্গে বেঁধে খেলছিল। হঠাৎ দোলনাটি উল্টে গিয়ে রাজুর গলায় ফাঁস লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পণের দাবি, ধৃত
স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার সাহেস্তানগর গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুভঙ্কর পাল। তাঁর স্ত্রী পায়েলের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। শ্বশুর, শাশুড়ি-সহ আরও তিন জনকে খুঁজছে পুলিশ। শনিবার বসিরহাট এসিজেএম আদালতে ধৃতের সাত দিন জেল হাজতের নির্দেশ হয়েছে।

দেহ উদ্ধার
সমুদ্রে তলিয়ে যাওয়া এক ছাত্রের দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টালে বকখালির সমুদ্র সৈকতে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রের নাম রাকেশ কুমার যাদব (২১)। বাড়ি দিল্লিতে। কলকাতায় ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে এসেছিল সে।

বাজের শব্দে অসুস্থ
দুপুর বেলা পরীক্ষা চলছিল স্কুলে। বাইরে প্রবল ঝড়বৃষ্টি। আচমকা বাজ পড়ে ফেটে গেল একতলার ছাদের একাংশ ও দেওয়াল। প্রবল শব্দ ও আলোর ঝলকানিতে অসুস্থ হয়ে পড়েন এক শিক্ষক-সহ দশ জন ছাত্রছাত্রী। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাইলানি সিএসএফ জুনিয়র হাইস্কুলে শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। অসুস্থ চার পড়ুয়াকে টাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দিকে, মাঠে ধান রোওয়ার সময়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। শনিবার সকালে আরামবাগের গোঘাটে জয়কৃষ্ণপুর গ্রামের ঘটনা। মৃতের নাম সমীর মণ্ডল (৪৮)।

অপহরণের নালিশ
হস্টেল থেকে এক ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ায় মিশনের সম্পাদকের বিরুদ্ধে অপহরণের মামলা করল ছাত্রের পরিবার। পুলিশ জানিয়েছে, ১ অগস্ট উত্তর ২৪ পরগনার কদম্বগাছির আল হিলাল মিশন থেকে দশম শ্রেণির ওই ছাত্র নিখোঁজ হয়। মুর্শিদাবাদের বাসিন্দা তার পরিবারের তরফে মিশনের সম্পাদক সাহাবুদ্দিন গাইনের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সাহাবুদ্দিন পলাতক। খোঁজ চলছে ওই ছাত্রেরও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.