|
|
|
|
যৎকিঞ্চিৎ... |
শুক্র-শনি-রবি তিন দিন ছুটি থাকলে বেড়াতে যাওয়া মাস্ট। টুকুস-ট্যুর মানেই পুরী-দিঘা। ঝামেলা: সমুদ্রে নেমে দেখা গেল, চান করার জায়গা নেই। একডালিয়া সর্বজনীনে ঢোকার লাইনের মতো, গায়ে গা সাঁটিয়ে কোনও মতে ব্যালান্স রেখে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পাশে, পাশের বাড়িরই বউদি। পিছনে ভায়রাভাইয়ের ভাড়াটে। বেড়াতে আসা হল মুখ বদলাতে, এ দিকে নিজের দৈনন্দিনটা নাছোড় নেড়ির ন্যায় কামড়ে ধরে আছে! বাঙালি যে দিকে চায়, সাগর শুকায়ে যায়। |
|
|
|
|
|