টুকরো খবর
জয়পুরে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত তিন
ঠাণের পর এ বার জয়পুর। শনিবার ভোররাতে নির্মীয়মাণ এক বহুতল ভেঙে পড়ে মৃত্যু হল তিন জনের। জখমের সংখ্যা অন্ততপক্ষে কুড়ি। পুলিশের অনুমান, চারতলা ওই বাড়িটির ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে রয়েছেন বেশ কিছু জন। ঘটনার পর স্থানীয় থানার এসএইচও রাজেশ কুমার জানিয়েছেন, ভাট্টা বস্তির ওই বহুতলটি নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। তবুও অবৈধ ভাবে বিহারনিবাসী এক পরিবারকে সেটি ভাড়া দেওয়া হয়েছিল। ঈদের মরসুমে বাড়িটিতে ওই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কিছু আত্মীয়স্বজন। দু’সপ্তাহ ধরে প্রবল বৃষ্টি হচ্ছে গোটা জয়পুরে। বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও বৃষ্টি মাথায় নিয়েই বাড়িটির চার তলায় নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কোনও কারণে চার তলার ছাদের ঢালাই শক্তপোক্ত না হওয়ায় প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে তা। এর পর ভারসাম্য হারিয়ে পুরো বাড়িটিই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর তিরিশের দুই যুবকের। নাম রাজু ও সাবির। পরে হাসপাতালে মৃত্যু হয় বছর দশেকের আরও একটি ছেলের। আহতদের মধ্যে ন’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার পরই শুরু হবে তদন্তের কাজ। বাড়িটির নির্মাণে নিম্ন মানের জিনিস ব্যবহার করা হচ্ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।

এনএলএফটি নেতার আত্মসমর্পণ
আত্মসমর্পণ করল এনএলএফটি (এনবি)-র প্রধান নয়নবাসী জমাতিয়া। শুক্রবার গভীর রাতে এই জঙ্গি নেতা তেলিয়ামুড়ার এসডিপিও অফিসে ধরা দেয়। রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এনএলএফটি) দু’টুকরো হয়ে গেলে একটির স্বঘোষিত প্রধান হয় নয়নবাসী জামাতিয়া। তার নামেই এই জঙ্গি সংগঠনটি চলছিল। এর আগে, নব্বইয়ের দশকের গোড়ায় অন্য একটি জঙ্গি সংগঠনে থাকাকালীন নয়নবাসী জমাতিয়া একবার আত্মসমর্পণ করে। পরে পালিয়ে তিনি বাংলাদেশে আত্মগোপন করে। পরে এনএলএফটি সংগঠনে যোগ দেয়। সেখানে মতানৈক্য তৈরি হলে তার নেতৃত্বে তৈরি হয় এনএলএফটি (এনবি)। ২০০৪-০৫ আত্মসমর্পণের জন্য নয়নবাসী রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে। আলোচনাও শুরু হয়। কিন্তু আত্মসমর্পণের শর্ত নিয়ে মতানৈক্য তৈরি হলে ওই জঙ্গিনেতা আবার সীমান্তের ওপারে গা ঢাকা দেয়। পুলিশ জানায়, রাজ্যে বহু বৈরী হামলা এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়ে আছে।

মণিপুরে ফের অপহৃত দুই
সেচ দফতরের ইঞ্জিনিয়ারদের পর এ বার মণিপুরের উদ্যান বিভাগের দুই আধিকারিককে অপহরণ করল জঙ্গিরা। গত ৪ অগস্ট কুকি অধ্যূষিত সেনাপতি জেলা থেকেই সেচ দফতরের দুই ইঞ্জিনিয়র ও কলকাতার নির্মাণসংস্থার দুই কর্তাকে অপহরণ করেছিল জঙ্গিরা। শুক্রবার মেরুন কলোনি থেকে গাড়িতে ফেরার সময় কাংপোকপি বাজারের কাছে, ২ নম্বর জাতীয় সড়ক থেকেই দু’জনকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের নাম মাইবাম প্রিয়কুমার ও ওয়াংখেইরাকপাম ইবোপিসাক। প্রিয়কুমার পশ্চিম ইম্ফল ও ইবোপিসাক পূর্ব ইম্ফলের বাসিন্দা। সেকমাই থানার পুলিশ পরে কাংলাটোংবি এলাকা থেকে তাঁদের গাড়িটি উদ্ধার করে।

চর সন্দেহে হত্যা গ্রাম প্রধানকে
পুলিশের চর সন্দেহে পূর্ব গারো হিল জেলার কোকসি-নেংসাট গ্রামের গ্রাম প্রধানকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, উইলিয়াম নগর থেকে ৩৫ কিলোমিটার দূরে, প্রত্যন্ত ওই গ্রামের গ্রামপ্রধান সাইমন মারাক নদী থেকে মাছ ধরে ঘরে ফিরেছিলেন। তখনই বন্দুকধারী জিএনএল জঙ্গিরা তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়ি থেকে বের করে মারাককে পুলিশের চর হিসাবে অভিযুক্ত করে তারা। মারাক অভিযোগ অস্বীকার করলেও বাড়ির সামনেই তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। এসপি জেএফকে মারাক বলেন, সাইমন মোটেই পুলিশের চর ছিলেন না। নেহাতই সন্দেহের বশে জিএনএলএ এই কাণ্ড ঘটিয়েছে।

উত্তপ্ত কাশ্মীর
সংঘর্ষে উত্তপ্ত কাশ্মীরের কিস্তওয়ার। শুক্রবার দুই গোষ্ঠীর হানাহানিতে মৃত্যু হয়েছে দু’জনের। আহত তিরিশেরও বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবারও দ্বিতীয় দিনের জন্য কার্ফু জারি রেখেছে প্রশাসন। সংঘর্ষের প্রতিবাদে জম্মু ও কাশ্মীরে শনিবার বন্ধ ডাকা হয়েছিল। জম্মু-কাশ্মীর হাইওয়ের বিভিন্ন জায়গায় অবরোধ করেন বাসিন্দারা। বন্ধ ছিল দোকানপাটও। সব মিলিয়ে শনিবার সারা দিনই বিপর্যস্ত হয় কাশ্মীরের স্বাভাবিক জনজীবন। কী থেকে গণ্ডগোলের সূত্রপাত, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অবস্থার উপর নিয়ন্ত্রণ হারানোয় বদলি করে দেওয়া হয়েছে কিস্তওয়ারের জেলাশাসক ও পুলিশ সুপারকে। পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে আজকের মতো স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা।

ভালুক ভেবে সঙ্গীকে গুলি
ভালুক ভেবে এক জওয়ান আর এক জওয়ানকেই গুলি করে মেরে ফেলল। অরুণাচলের পূর্ব কামেং জেলার এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের দুই জওয়ান আরও তিন সাধারণ নাগরিকের সঙ্গে সেইজোসা এলাকায় রাতে শিকারে বেরিয়েছিল। কুয়াশা ও অন্ধকারে এক জওয়ান তার সঙ্গী জওয়ানকে ভালুক ভেবে গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, তারা ব্যক্তিগত অস্ত্র নিয়েই শিকারে বেরিয়েছিল। দলের চারজনকেই পুলিশ গ্রেফতার করেছে।

পেট্রোল পাম্পে আগুন
রাতে আগুন লেগে নাগাল্যান্ডের একটি পেট্রোল পাম্প ভষ্মীভূত হল। ডিমাপুরের ঘটনা। পুলিশ জানায়, রাত ৮টা নাগাদ ডিমাপুরের একটি পাম্পে পর পর তিনটি বিস্ফোরণ ঘটে। তিনটি ট্যাঙ্কার, চারটি তেলের ট্যাঙ্ক ও পাম্পের চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক হাজার লিটার পেট্রোল ও ডিজেল আগুনে নষ্ট হয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন আটকে যায়। শুরু হয় বিক্ষোভ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাশ্ববর্তী বিদ্যুৎস্তম্ভ থেকে তার ছিঁড়ে পড়েই আগুনের সূত্রপাত।

কয়লা চাপা পড়ে মৃত ৮
ওড়িশার মহানদী কোল লিমিটেডের এই কুলদা খোলামুখ খনিতেই
ধস নেমে ৮ জনের মৃত্যু হয়। ছবি: উত্তমকুমার জানা।
কয়লা চাপা পড়ে আট জনের মৃত্যু হয়েছে। জখম পাঁচ। ওড়িশার রৌরকেলার কাছে মহানদী কোল লিমিটেডের কুলদা খোলামুখ খনির একটি কয়লার স্তুপ থেকে স্থানীয় গ্রামবাসীদের কয়েকজন কয়সা সংগ্রহ করছিল। সেই সময়েই হঠাৎ কয়লার-পাহাড়ে ধ্বস নামে। বেশ কয়েকজন গ্রামবাসী তার তলায় চাপা পড়ে। পুলিশ ও এমসিএল সূত্রে জানা গিয়েছে, রাত পর্যন্ত কয়লার স্তুপের মধ্যে থেকে আট জনের দেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা, আরও কয়েকটি দেহ কয়লার নীচে চাপা পড়ে আছে। উদ্ধারের কাজ চলছে।

সংঘর্ষে হত জঙ্গি
যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক কেপিএলটি জঙ্গির মৃত্যু হল। গত কয়েকদিন ধরেই, কার্বি আংলং বন্ধ ডেকে এবং যত্রতত্র গুলি চালিয়ে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছিল কেপিএলটি জঙ্গি গোষ্ঠী। আজও বকোলিয়াঘাটে জঙ্গিদের একটি দল কৃষকদের উপরে চড়াও হয়। ভাঙচুর করে পাওয়ার টিলার, বাইক। পরে বোকাজানের কাছে মাইগাঁওতে পুলিশ ও কোবরা বাহিনীর সঙ্গে কেপিএলটির সংঘর্ষ হয়। গুলির লড়াইয়ে এক জঙ্গি মারা গিয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর কার্তুজ ও একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

ফের উধাও অভিযুক্ত অফিসার
ফের উধাও হয়ে গিয়েছেন গুজরাত পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পি পি পাণ্ড্য। ইশরাত জহান ভুয়ো হত্যা মামলায় পাণ্ড্য বেশ কিছু দিন ধরেই গা ঢাকা দিয়ে রয়েছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে অভিযোগ খারিজ করার আর্জি জানিয়েছিলেন পাণ্ড্য। সেই আর্জির ফয়সালা হয়নি এখনও। ইতিমধ্যে তাঁর জামিনের আর্জি খারিজ করেছে বিশেষ সিবিআই আদালত। গ্রেফতারি এড়াতেই পাণ্ড্য ফের গা ঢাকা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

বন্যাদুর্গতদের পাশে ঐশ্বর্যা
প্রচারের আলো থেকে বেশ কিছু দিন হয়ে গেল দূরে ছিলেন তিনি। তবে সেই খরা কাটতে চলেছে। উত্তরাখণ্ডে বন্যাদুর্গতের পাশে দাঁড়াতে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে আসতে রাজি হলেন ঐশ্বর্যা রাই বচ্চন। স্বামী অভিষেক ও শ্বশুর অমিতাভও থাকবেন সঙ্গে। দীর্ঘ সাত ঘণ্টার এই অনুষ্ঠানে বচ্চন পরিবারের সদস্যরা ছাড়াও আসবেন সলমন খান, বিপাশা বসু, মাধুরী দীক্ষিতের মতো বলিউডের উজ্জ্বল তারকারা। লতা মঙ্গেশকর ও এ আর রহমান থাকছেন গানের দায়িত্বে। স্বাধীনতা দিবসের দিন সম্প্রচারিত হতে পারে এই বিশেষ অনুষ্ঠানটি।

কুয়োয় পড়ে মৃত্যু শিশুর
প্রিন্সকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাঁচানো গেল না ছোটুকে। চলতি মাসের ৭ তারিখ করৌলি জেলায় বাড়ির পাশেরই একটি কুয়োয় পড়ে যায় ন’বছরের ছোটু। তবুও আশা ছাড়েননি মা-বাবা। এত দিন ধরে কুয়োর সমান্তরাল একটি গর্ত খুঁড়ে ওই মৃত্যুফাঁদ থেকে তাকে জীবিত উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন উদ্ধারকারীরা। ওই কৌশলেই উদ্ধার হয়েছিল প্রিন্স। তবে এ ক্ষেত্রে শেষ রক্ষা হল না। শনিবার ছোটুর মৃতদেহ উদ্ধার হল ওই কুয়ো থেকে।

মিলল আরও দেহ
কেদারনাথের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল আরও একুশটি মৃতদেহ। এই নিয়ে গত এক মোট ২০৯টি মৃতদেহ উদ্ধার হল। অন্য দিকে শনিবারও ধসের কারণে মৃত্যু হল চামোলি জেলার এক মহিলার। জখম দুই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.