প্রেসিডেন্সি ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তা নিয়ে সংগঠনের নেতৃত্ব উদ্বিগ্ন। ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক কিছু শৃঙ্খলাভঙ্গের ঘটনায় টিএমসিপি-র নাম জড়ানোর প্রেক্ষিতে সংগঠনের রাজ্য নেতৃত্বকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের প্রাক্তন ছাত্র নেতারা। আগামী ২৭ অগস্ট দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদ্যাপনের প্রস্তুতি নিয়ে শনিবার তৃণমূল ভবনে বৈঠক হয়। সেখানে প্রেসিডেন্সি ও রবীন্দ্রভারতীর ঘটনা প্রসঙ্গে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা নিয়ে আলোচনা হয় বলে টিএমসিপি-র এক সূত্রে খবর। বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, দলের রাজ্য কমিটির চেয়ারম্যান সুব্রত বক্সি ছিলেন। সেখানে টিএমসিপি-র উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রাক্তন ছাত্রনেতা ও বিধায়ক তাপস রায় প্রমুখ ছাত্র সংগঠনকে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। শিক্ষাঙ্গনে অপ্রীতিকর ঘটনায় টিএমসিপি যাতে না জড়ায়, তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তাঁরা। বৈঠকের পরে বৈশ্বানর ও তাপসবাবু দাবি করেন, কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে আলোচনা হয়নি। বৈশ্বানরের কথায়, “সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানেই যাতে দলের সুনাম বজায় থাকে, তা খেয়াল রাখতে বলা হয়েছে টিএমসিপি-র রাজ্য ও জেলা নেতৃত্বকে।” টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সমাবেশ এ বার ময়দানে গাঁধীমূর্তির পাদদেশে হবে। সেখানে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশ সফল করতে ১৬ অগস্ট থেকে জেলায় প্রচার শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে এ দিন।
|
এক অন্তঃসত্ত্বা গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে, আনন্দ পালিত রোডে। মৃতার নাম কাজলী দাস (৩৫)। এ দিন কাজলীদেবীকে শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এন্টালি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। কাজলীদেবীর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে কাজলীদেবীর স্বামী সুশান্ত ও শাশুড়ি শাশ্বতী পণের জন্য তাঁর উপর অত্যাচার করত। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে সুশান্তকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতে তোলা হবে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
রিপন স্ট্রিটে শনিবার সকালে ভেঙে পড়ল চারতলা এই বাড়িটির একাংশ। এই ঘটনায় অবশ্য কেউ আহত হননি। পুলিশ জানায়, আগেই এই চারতলা এই বাড়িটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল পুরসভা। তাই বাড়িটির উপরের তলাগুলিতে কেউ বসবাস করতেন না। তবে নীচের তলায় একটি পরিবার ছিল। স্থানীয়দের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও পুলিশ এবং পুরসভার তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এ দিনের ঘটনার জেরে রিপন স্ট্রিটে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। ভেঙে পড়া অংশগুলি সরানোর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেফতার হল স্বামী। ধৃতের নাম নীলাঞ্জন সেনগুপ্ত। শুক্রবার রাতে বাঁশদ্রোণী থেকে ধরা হয় তাকে। শনিবার ধৃত ব্যক্তিকে আলিপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাঁশদ্রোণীর ব্যানার্জি পাড়ায় ডালিয়া সেনগুপ্ত নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে ডালিয়াদেবীর পরিবার খুনের অভিযোগ দায়ের করেন। তাঁর ভিত্তিতেই গ্রেফতার হয় নীলাঞ্জনবাবু।
|
আমিনুল কাণ্ডে সিবিআইয়ের হস্তক্ষেপ চেয়ে শনিবার বিকেলে পার্কসার্কাস এলাকায় একটি মিছিল বের হয়। এই মিছিলে আমিনুলের পরিবারের সদস্যরা এবং পাড়ার বাসিন্দারা। মিছিলে পা মেলান সমীর আইচ এবং মীরাতুন নাহার। |