বাল্যবিবাহ রুখতে তৎপরতা ব্রিটেনে
সংবাদসংস্থা • লন্ডন |
বাল্যবিবাহ নিয়ে দেশ জুড়ে সতর্কতা জারি করল ব্রিটিশ সরকার। এই সময় সেখানের স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি পড়েছে। শিক্ষক, চিকিৎসক ও বিমানবন্দর কর্মীদের বিশেষ করে সাবধান করা হয়েছে, যাতে এই সময়ে কোনও কিশোরীকে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার ঘটনা না ঘটে। কারণ, ব্রিটেনে বসবাসকারী ভারতীয় উপমহাদেশের মেয়েদের অল্প বয়সেই জোর করে বিয়ে দিয়ে দেওয়ার বিষয়টি নতুন নয়। বিশেষ করে এই ছুটির সময় তাদের বিদেশে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়। গত বছরের জুন থেকে অগস্ট মাসের মধ্যে ৪০০ জন কিশোরীকে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল বলে সরকারের ‘ফোর্সড ম্যারেজ ইউনিট’-এর তরফে জানানো হয়েছে। তাদের মধ্যে ৪৭ শতাংশ কিশোরীই পাকিস্তানি বংশোদ্ভূত ছিল। এ ছাড়াও ছিল ১১ শতাংশ বাংলাদেশি ও ৮ শতাংশ ভারতীয় কিশোরী। ‘ফ্রিডম চ্যারিটি’ নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা অনিতা প্রেম বলেছেন, “গ্রীষ্মের ছুটিতে পারিবারিক অনুষ্ঠানের কথা বলে কিশোরীদের বাইরে নিয়ে যাওয়া হয়। তারা জানতেও পারে না, সেখানে তাদেরই বিয়ে দিয়ে দেওয়া হবে। সে রকম বিপদে পড়লে সাহায্যের জন্য কোথায় যোগাযোগ করবে, তা-ও জানে না তারা। তাই এই সচেতনতার পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল।”
|
বাসিন্দার অভাবে ভুতুড়ে শহর চিনে
সংবাদসংস্থা • বেজিং |
অত্যন্ত দ্রুত নগরায়ণের ফলে বহু নতুন শহরেরই বাসিন্দা মিলছে না বলে জানিয়েছেন চিনা সরকারের এক প্রতিনিধি। “চায়না সেন্টার ফর আরবান ডেভেলপমেন্ট”-এর কর্তা কিয়াও রানলিং জানিয়েছেন, আর্থিক বৃদ্ধি ও আয় বাড়ানোর জন্য দ্রুত নগরায়ণে জোর দিয়েছে নানা প্রদেশের স্থানীয় প্রশাসন। দেশের প্রায় সব বড় ও মাঝারি শহরেই তৈরি হয়েছে নতুন নতুন এলাকা। এই এলাকাগুলি অধিকাংশ ক্ষেত্রেই মূল শহরের চেয়ে আকারে বড়। কিয়াওয়ের মতে, চিনে এখন শহরের জোগান বাসিন্দার চেয়ে বেশি। মধ্য ও পশ্চিম চিনের শহরগুলিতেই নতুন এলাকা যোগ করার প্রবণতা বেশি। সম্প্রতি এই ধরনের দু’টি ‘ভুতুড়ে’ শহরের ছবি সম্প্রচার করেছে চিনা সরকারি টিভি। বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক কমপ্লেক্স থাকলেও তাতে কোনও বাসিন্দা নেই। ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে নগরোন্নয়নের কাজে জমির ব্যবহার বেড়েছে ৮৩.৪১ শতাংশ। অন্য দিকে শহরাঞ্চলের জনসংখ্যা বেড়েছে ৪৫.১২ শতাংশ।
|
ফিলিপিন্সে খুন পঞ্জাবি যুবক
সংবাদসংস্থা • সিঙ্গাপুর |
অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে নিহত হলেন রমনদীপ সিংহ গিল নামের এক পঞ্জাবি যুবক। ফিলিপিন্সের ডাভাও সিটিতে ঘটনাটি ঘটেছে। ফিলিপিন্সের ম্যাটিনা অ্যাপলায়ার বাসিন্দা ছিলেন বছর তিরিশের ওই যুবক। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল আটটা নাগাদ ডাভাও সিটির ওল্ড এমরাস বিচ রিসর্টে নিহতের রক্তাক্ত দেহ পাওয়া যায়। ভোর সাড়ে তিনটের সময় তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে তদন্তে। প্রাথমিক ভাবে অনুমান, পুরনো শত্রুতার কারণেই খুন হয়েছেন রমনদীপ। আবার এমনও হতে পারে, আততায়ী প্রথমে ডাকাতির চেষ্টা করেছিল। বাধা দিতে গিয়ে খুন হতে হয় তাঁকে। মৃতদেহের পাশেই একটি .৩৫৭ রিভলভার পাওয়া গিয়েছে। সেটি রমনদীপেরই ছিল কি না তা এখনও পরিষ্কার নয়। ১ জুলাই থেকে এই নিয়ে ৩৮টি খুনের ঘটনা ঘটল ডাভাও সিটিতে। তার মধ্যে ৩২টি ক্ষেত্রেই খুনির পরিচয় জানা যায়নি।
|
খুলছে মার্কিন দূতাবাস
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
জঙ্গি হামলার আশঙ্কায় বন্ধ ১৯টি দূতাবাসের মধ্যে ১৮টি রবিবার থেকে খুলে যাবে বলে জানিয়েছে মার্কিন বিদেশ দফতর। মূলত পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় জঙ্গি হানার পূর্বাভাস পেয়ে ওই দূতাবাসগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আমেরিকা। তবে ইয়েমেনের রাজধানী
সানায় দূতাবাস ও পাকিস্তানের লাহৌরে কনসুলেট বন্ধ রাখা হবে। ওই দু’টি শহরে হামলার আশঙ্কা এখনও রয়েছে বলে জানিয়েছেন বিদেশ দফতরের মুখপাত্র জেন সাকি। পাকিস্তানে যাওয়ার বিরুদ্ধে মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কতবাণীও জারি করেছে ওয়াশিংটন।
|
অগ্ন্যুৎপাতে মৃত ৫
সংবাদসংস্থা • জাকার্তা |
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে মৃত্যু হল ৫ জনের। ইন্দোনেশিয়ার পালু দ্বীপে আগ্নেয়গিরি মাউন্ট রোকাটেন্ডায় অগ্ন্যুৎপাত শুরু হয় শনিবার ভোরে। কাছের একটি সমুদ্রোপকূল ঢেকে যায় লাল ছাইয়ে। মারা যান দুই শিশু-সহ পাঁচ জন। |