হস্টেলে জল পান করে অসুস্থ হয়ে পড়ল কুড়ি জন ছাত্র। গত কাল রাতে রাঁচির বউবাজার এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের হস্টেলে ওই ঘটনা ঘটে। আজ সকালে ওই বাচ্চাদের মধ্যে সাত জনকে গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অবশ্য ছ’জনকে বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পরে হাসপাতালের দাবি, ওই সাত জন বাচ্চার শরীরেই জন্ডিসের জীবাণু পাওয়া গিয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে মন্তব্য করতে চাননি।
|
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচি হল মেদিনীপুর শহরে। সঙ্গে ছিল রক্তদান শিবিরের আয়োজন। মেদিনীপুর অরবিন্দ সমাজ কল্যাণ কেন্দ্রের উদ্যোগে শহরের স্মৃতিকণা স্কুল ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কনভেনর জগবন্ধু অধিকারী প্রমুখ। এদিন ১১ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধিতও করা হয়। সমাজ কল্যাণ কেন্দ্রের সম্পাদক আশিস চক্রবর্তী বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগে। আমরা প্রতি বছরই এমন কর্মসূচির আয়োজন করি।”
|
পুরুলিয়া স্বাস্থ্য দফতর ও দু’টি সংগঠনের উদ্যোগে ১-৭ অগস্ট জেলায় পালিত হল মাতৃদুগ্ধ পান সপ্তাহ। এই উপলক্ষে পুরুলিয়া শহরে রিকশা মিছিল, পুঞ্চা ব্লকের পাণিপাথর, পিঁড়রা ও চাঁদড়া পঞ্চায়েত এলাকায় আলোচনা সভা -সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। |