ঈদে বন্ধুর বাড়ির পথে দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
খুশির ঈদ আর হল না। পরিবর্তে ঈদের দিন শোকের ছায়া নামল বসিরহাটের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের বয়ড়াগাছি গ্রামে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে গ্রামেরই কিশোর মোবারক গাজি (১৭) ঈদ পালন করতে বন্ধুদের সঙ্গে সন্ডালিয়া যাওয়ার জন্য বসিরহাটের ভ্যাবলা স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় মোবারক ঝুলে যাচ্ছিলেন। সেই সময় রেললাইনের ধারে পোস্টে ধাক্কা লেগে সে ট্রেন থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুঘর্টনার পরে স্থানীয় লোকজন হাসনাবাদ-বারাসত রেল লাইন অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের তুলে দেয়। মোবারকের ভাগ্নে কুতুবুদ্দিন মণ্ডল বলে, “ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় দরজার কাছে অনেকে ঝুলে যাচ্ছিল। তাদের মধ্যে মামাও ছিল। হঠাৎই লাইনের পাশে পোস্টে ধাক্কা লেগে মামা ছিটকে পড়ে যায়। মাথায় প্রচণ্ড আঘাত লাগায় সেখানেই মারা যায়।’’
|
বকখালিতে সমুদ্রে তলিয়ে গেলেন ছাত্র
নিজস্ব সংবাদদাতা • বকখালি |
সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় এক ছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জে বকখালি সমুদ্র সৈকতে। পুলিশ জানিয়েছে নিখোঁজ ছাত্রের নাম রাকেশ কুমার যাদব (২১)। তাঁর বাড়ি দিল্লিতে। কলকাতায় ম্যানেজমেন্টের ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কলকাতার দুই ছাত্র ও পাঁচছাত্রীর একটি দল বকখালিতে বেড়াতে আসে। তারা একটি হোটেলে ওঠে। এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ পাঁচ বন্ধু মিলে সমুদ্রে স্নান করতে নেমেছিল। সেই সময় আচমকা রাকেশ তলিয়ে যায়। সহপাঠীরা পুলিশের কাছে খবর দিলে দেহ উদ্ধারে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে ওই ছাত্রটি সাঁতার জানত কিনা জানা যায়নি। তাঁর পরিবারের কাছে খবর পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
|
দুর্ঘটনায় মৃত মহিলা
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী এক মহিলার। বাইকের চালক-সহ জখম হয়েছে একটি শিশুও। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কে নিউটাউন বাস মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মুর্সিদা বিবি (২৫)। তিনি স্থানীয় বাসুলডাঙার বাসিন্দা। পুলিশ জানায়, ভগ্নীপতির বাইকে চেপে ছেলেকে নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন মুর্সিদা বিবি। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবার স্টেশনের কাছে রেল লাইনের ধারে জখম অবস্থায় পড়েছিলেন শুভেন্দু হালদার (২১) নামে এক যুবক। তিনি ফরিকচাঁদ কলেজে পড়তেন। পরে হাসপাতালে মারা যান। পুলিশের অনুমান ট্রেনের ধাক্কায় জখম হয়েছিলেন ওই যুবক। |