ঈদের উত্সবে যোগ দিয়ে ফেরার পথে পণ্যবোঝাই লরির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী দুই ভাইয়েরই মৃত্যু হল। পুলিশ জানিয়েছে, সাগরদিঘি থানার ভুরকুন্ডার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে শুক্রবার দুপুরের এই ঘটনায় মৃতরা হল রাসিদুল হক (১৮) ও তার খুড়তুতো ভাই আসরাফুল হক (১৬)। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা দু’ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে। মৃতদেহ তুলতে পুলিশকে বাধাও দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ উঠে যায়। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদের দিনের এই ঘটনায় জাতীয় সড়ক সংলগ্ন আশপাশের গ্রামগুলোতে নেমে আসে শোকের ছায়া। মৃতদের বাড়ি ঘটনাস্থলের পাশেই বাহালনগর গ্রামে। সেই গ্রামেও তাদের বাড়িতে এই দুর্ঘটনার খবর পৌঁছানো মাত্র কয়েকশো গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসে। বন্ধ হয়ে যায় ঈদ উপলক্ষে আয়োজিত যাবতীয় অনুষ্ঠান। গ্রামবাসীদের অভিযোগ, এই এলাকায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে অনেক বাসিন্দার। জাতীয় সড়কের দুধারে ঘনবসতিপূর্ণ গ্রাম রয়েছে। অথচ যান নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই। আর তার জন্যই ঘটছে এমন দুর্ঘটনা। তাঁদের দাবি প্রশাসনের উচিত বিষয়টির দিকে নজর দেওয়া। এ দিনের অবরোধের ফলে জাতীয় সড়কে আটকে পড়ে সহস্রাধিক যানবাহন। |