সেতু-পথ থেকে ধাক্কা, নীচে পড়ে জখম যুবক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আড্ডা চলছিল দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের উপরে। বচসা বাধায় সেখান থেকে ঠেলে নীচে ফেলে দেওয়া হল এক যুবককে। হাসপাতাল সূত্রের খবর, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার মন্দিরতলায়, রাজ্য সরকারের নতুন প্রশাসনিক সদর দফতরের কাছে। পুলিশ জানায়, বচসার মধ্যে অভিজিৎ সেন নামে ওই যুবককে ঠেলে দেওয়ায় তিনি প্রায় ২০ ফুট নীচে নতুন প্রশাসনিক ভবনের প্রস্তাবিত পার্কিং লটের উপরে গিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে অবস্থায় অবনতি হওয়ায় তাঁকে পাঠানো হয় কলকাতার একটি হাসপাতালে। গোলমালের শব্দ শুনে বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে তিন জনকে ধরে পুলিশের হাতে দেন। কী নিয়ে এই ঘটনা ঘটল, তা জানতে ওই যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
|
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারধর, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
শুক্রবার সকালে পুড়শুড়ার দেউলপাড়ায় তৃণমূলের এক নেতার ভাইকে মারধোরের অভিযোগ উঠল দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতার বিরুদ্ধে। প্রহৃত দীপঙ্কর মাইতির চোয়ালে গুরুতর আঘাত লাগায় তাঁকে পুড়শুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দলের বিক্ষুব্ধ নেতা তৌশিক রহমান-সহ মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। দীপঙ্করের দাদা, তৃণমূল নেতা কিঙ্কর মাইতির অভিযোগ, “তৌশিক দলের টিকিট না পেয়ে পঞ্চায়েত সমিতির একটি আসনে আমার বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে হেরেছে। তারপর থেকে নানা অশান্তি পাকাচ্ছে।” অন্য দিকে, তৌশিকের বক্তব্য, “আমার বিরুদ্ধে প্রায়ই মিথ্যা অভিযোগ সাজিয়ে বিপদে ফেলা হচ্ছে। ওই ঘটনায় আমি যুক্ত নই।” তৌশিক স্থানীয় তৃণমূল বিধায়ক পারভেজ রহমানের পিসতুতো ভাই। পারভেজ বলেন, “ও আমার আত্মীয় ঠিকই, কিন্তু দলের বিরুদ্ধে নির্দল হিসাবে প্রার্থী হওয়ায় ওর সঙ্গে দলের আর কোনও সম্পর্ক নেই। পুলিশ-প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।”
|
ট্রেন থেকে পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হিন্দমোটর স্টেশনে। মৃতের নাম মহম্মদ জাভেদ (১৫)। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বালির বাসিন্দা জাভেদ বন্ধুদের সঙ্গে ট্রেন ধরে শ্রীরামপুরে সিনেমা দেখতে যাচ্ছিল। ট্রেনের গেটে দাঁড়িয়ে যাওয়ার পথে উত্তরপাড়া এবং হিন্দমোটর স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে যায় সে। উত্তরপাড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যায় ওই কিশোর। পুলিশ মৃতদেহটি ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর হাসপাতালে পাঠায়। জাভেদের সঙ্গে আরও চার-পাঁচ জন বন্ধু ছিল। তারা পুলিশকে জানিয়েছে, গেটের কাছে রড ধরে দাঁড়িয়েছিল জাভেদ। অসতর্কতাবশত হাত ফসকে পড়ে যায় সে। বন্ধুরা পরের স্টেশন হিন্দমোটরে নেমে পড়ে। রেললাইন ধরে ছুটে আসে জাভেদের কাছে। তারাই খবর দেয় রেলপুলিশকে। কিন্তু বাঁচানো যায়নি ছেলেটিকে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রেলপুলিশ।
|
বোমা ফেটে জখম ৩ জন
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
বালির মধ্যে লুকিয়ে রাখা বোমা ফেটে আহত হলেন তিন ব্যক্তি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার মাকলায়। পুলিশ সূত্রে জানা যায়, ইমারতি দোকানের এক ভ্যানচালক বস্তায় বালি ভর্তি করতে গিয়ে বেলচার আঘাতে বিকট শব্দে বোমা ফেটে যায়। ওই কর্মীর আশেপাশে ছিলেন দোকানের মালিক। দু’জনেই আহত হন। এক পথচারীও বোমার আঘাতে জখম হন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য উত্তরপাড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ যায়। তদন্তকারী পুলিশ অফিসারেরা জানান, কী কারণে কে বা কারা বালিতে বোমা লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
|
রবীন্দ্র-প্রয়াণে অনুষ্ঠান হাওড়ায়
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
রবীন্দ্রনাথ ঠাকুরের ৭২ তম তিরোধান দিবস পালন করল উলুবেড়িয়া তথ্য ও সংস্কৃতি দফতর। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানটি হয় উলুবেড়িয়ার যদুরবেড়িয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে কবিগুরুর নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরেও আমতা মহকুমা তথ্য সংস্কৃতি দফতর এবং গড়ভবানীপুর সাংস্কৃতিক পরিষদের যৌথ উদ্যোগে গড়ভবানীপুর রামপ্রসন্ন বিদ্যানিকেতনের হলে রবীন্দ্র তিরোধান দিবস পালন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ সোফিয়া রহমান। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও বাগনানেও সাহিত্য সেবক পত্রিকার উদ্যোগে পত্রিকা দফতরে পালিত হয় বাইশে শ্রাবণের নানা অনুষ্ঠান।
|
বাইকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বৃহস্পতিবার বিকেলে আরামবাগের তিরোল রোডের পীরতলায় মোটর বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়। পুলিশ জানায় মৃতের নাম ভূপালচন্দ্র সেন (৬৯)। বাড়ি স্থানীয় সুপাড়ায়। আরামবাগের দিক থেকে বাড়ি যাওয়র পথে পিছন থেকে একটি বাইক তাঁকে ধাক্কা মারে। আরামবাগ মহকুমা হাসপাতালে রাতে মারা যান বৃদ্ধ। বাইকটি আটক করেছে পুলিশ। চালক পলাতক। |