|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
গ্রামে যখন সন্ধ্যা নামে |
মৃণাল ঘোষ |
তরুণ শিল্পী কৃষ্ণপদ পাল ১৪টি নিসর্গের ছবি নিয়ে প্রথম একক প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। জলরং ও অ্যাক্রিলিকে আঁকা তাঁর ছবিগুলিতে স্বাভাবিকতার রূপরীতি প্রাধান্য পেয়েছে। গ্রামবাংলা ও শহর কলকাতা দুইয়ের নিসর্গই তিনি এঁকেছেন। |
|
পুরী বা অন্যান্য অঞ্চলের নিসর্গও আছে। ‘অ্যান ইভিনিং’ নামে একটি ছবিতে তিনি গ্রামবাংলার দিগন্তবিস্তৃত প্রান্তরে সন্ধ্যা নামার দৃশ্য এঁকেছেন। এখানে বর্ণের যে ধ্যানমগ্ন কোমল মায়া, তা তাঁর দক্ষতাকে যেমন সূচিত করে, তেমনি নিসর্গের সঙ্গে অনৈসর্গিকের মেলবন্ধনের প্রবণতাকেও। |
প্রদর্শনী চলছে
সিমা: ‘বিনিথ দি সারফেস’ ১৭ অগস্ট পর্যন্ত।
গ্যালারি ৮৮: সোহিনী ধর, পরিতোষ সেন প্রমুখ আজ শেষ।
তাজ বেঙ্গল: দেবর্ষি আশ কাল শেষ।
বিড়লা অ্যাকাডেমি: ‘ভয়েস অব এয়ার’ কাল শেষ।
অমিত, মিঠুন প্রমুখ কাল শেষ।
অ্যাকাডেমি: রঞ্জিত দাস কাল শেষ।
মলয় দত্ত, গণেশ দে প্রমুখ ১৪ পর্যন্ত। |
|
|
|
|
|