পালিত হল খুশির ঈদ
নিজস্ব প্রতিবেদন |
আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের সর্বত্রই পালিত হল খুশির ঈদ। শুক্রবার সকালে আসানসোলের ঈদগাহ ময়দানে নমাজ পাঠের অনুষ্ঠান হয়। নমাজ পাঠে যোগ দেন কয়েক হাজার মানুষ। নমাজ পাঠের শেষে অন্য ধর্মাবলম্বী মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। ঈদগাহ ময়দান ছাড়াও মলয়বাবু এ দিন শহরের বিভিন্ন প্রান্তে ঘোরেন। বার্নপুরের রহমতনগর, মসজিদ রোড এলাকাতেও খুশির ঈদ পালিত হয়। নমাজ পাঠ হয় কুলটির ডিভিসি কলোনির মাঠে। দুর্গাপুরের দেশবন্ধু ময়দান এবং রানিগঞ্জের রনাইয়েও বহু মানুষ নমাজ পাঠে যোগ দেন ও শুভেচ্ছা বিনিময় করেন।
|
আদিবাসী দিবস
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ধুমধাম করে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হল আসানসোলে। শুক্রবার আসানসোল মহকুমা আদিবাসী কো অর্ডিনেশন কমিটির উদ্যোগে শিল্পাঞ্চলের একাধিক জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। বার্নপুরের সম্প্রীতি প্রেক্ষাগৃহে আদিবাসী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।
|
নতুন কমিটি
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র চিত্তরঞ্জনের নতুন কমিটি গঠন হল শুক্রবার। সভাপতি পদে নির্বাচিত হন হিমাদ্রিশেখর ঘোষ। সম্পাদক পদে নির্বাচিত হন অমিতাভ মিত্র। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভূপেন্দ্রকুমার দে-র সভাপতিত্বে এ দিনের কমিটি গঠন করা হয়। |