কলকাতা-সহ সারা দেশে আজ পালিত হচ্ছে খুশির ঈদ। পবিত্র রমজানের একমাসের উপোস কাটিয়ে আজ আনন্দের আলিঙ্গনে খুশির আমেজ সর্বত্র। সকাল থেকেই মসজিদে মসজিদে ঈদের প্রার্থনা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। |
ঈদের নমাজ। দিল্লির জামা মসজিদে পিটিআই-এর তোলা ছবি। |
কলকাতার নাখোদা মসজিদ থেকে শুরু করে দিল্লির জামা মসজিদ নামাজ পাঠ চলছে সর্বত্র। রেড রোডের নামাজে উপস্থিত থেকে রাজ্যবাসীকে ইদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
|
পাহাড়ে বন্ধ কেবল পরিষেবা |
গতকাল রাত থেকে পাহাড়ে কেবল পরিষেবা বন্ধ করল দার্জিলিং জেলা পুলিশ ও প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, প্রয়োজনীয় নথিপত্র না থাকার কারণেই বেশ কিছু চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে মোর্চা নেতৃত্ব। মোর্চা সূত্রে খবর, এই চ্যানেলগুলোর মধ্যে মোর্চার নিজস্ব কিছু চ্যানেল ছিল। গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ জানিয়েছেন গুরুত্বপূর্ণ কাগজ ও নথি প্রশাসনের কাছে পেশ করতে কিছু সময় লাগবে। তাঁর দাবি এই পরিষেবা বন্ধ হওয়ার দরুণ লোকসভা সম্প্রচারও বন্ধ হয়ে গিয়েছে। ফলে আজ বনধের সপ্তম দিনে সকাল থেকেই চাপানউতোর চলছে গোটা পাহাড় জুড়ে। |