রবীন্দ্রনাথের নোবেল জয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে বহরমপুর রেপার্টরি থিয়েটার ও বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের উদ্যোগে ‘প্রিজন থিয়েটার ফেস্টিভ্যাল’-এর আয়োজন করা হয়েছে। তিন দিনের ওই নাট্যোৎসবে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথের ‘তাসের দেশ’, ‘তোতা কাহিনি’ ও ‘যক্ষপুরী’ (রক্তকরবী) নাটকগুলি। আজ, শুক্রবার গুরুদাস তারাসুন্দরী স্কুল প্রেক্ষাগৃহে তাসের দেশ-এর মঞ্চস্থর মাধ্যমে এই নাট্যোৎসবের সূচনা হবে। বৃহস্পতিবার ওই নাট্যোৎসবের উদ্বোধন করেন প্রাক্তণ আইজি বংশীধর শর্মা।
বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের কয়েদিদের নিয়ে ২০০৬ সালের জুলাই থেকে শুরু হয় ‘থিয়েটার থেরাপি’। তৎকালীন আইজি (কারা) বিডি শর্মার উৎসাহে ওই থিয়েটারের কাজে এগিয়ে আসেন বহরমপুর রেপার্টরি থিয়েটারের কর্ণধার প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু বলেন, “থিয়েটার থেরাপির মাধ্যমে মানসিক গঠনও তৈরি হচ্ছে, বন্দিরা যাতে মানসিক ভাবে সুস্থ থাকতে পারেন।”
প্রদীপবাবুর কথায়, “প্রথম তিন মাস নাট্য কর্মশালার মাধ্যমে জেলের ভেতরের কর্মকাণ্ড বুঝে নেওয়ার কাজ চলে। পরে জনা কুড়ি পুরুষ ও ৬ জন মহিলা কয়েদিদের নিয়ে পথ চলা শুরু হয়। বেছে নেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’ নাটক।” বিডি শর্মা বলেন, “মানসিক গঠন তৈরি করতে বাংলার সংস্কৃতি বন্দিদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে সংশোধনাগার থেকে বেরিয়ে ভাল কাজে নিজেদের নিয়োজিত করতে পারবে।”
তিনটি নাটকেরই পরিচালক সেই প্রদীপ ভট্টাচার্য বলেন, “বর্তমান জীবনের অভিজ্ঞতাকে মিশিয়ে যক্ষপুরী নাটকে অভিনয় করেছেন ওই কুশলীরা।”
|
অমিতাভ-সলমন একই মঞ্চে
সংবাদসংস্থা • মুম্বই |
স্বাধীনতা দিবসে একটি সঙ্গীতের অনুষ্ঠানে একই মঞ্চে দেখতে পাওয়া যাবে অমিতাভ বচ্চন ও সলমন খানকে। অনুষ্ঠানে পাওয়া টাকায় উত্তরাখণ্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে চান তাঁরা। অমিতাভ জানিয়েছেন, দুযোর্গের কবলে পড়া মানুষদের পাশে এখন গোটা বলিউড।
|
ছবির প্রচারে শাহরুখ খান। বৃহস্পতিবার মুম্বইয়ে। ছবি: পিটিআই |