আজকের শিরোনাম
কাশ্মীরে হামলা নিয়ে লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতি
গত কাল পুঞ্চে পাকিস্তানি সেনার হামলা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যকে ঘিরে যথেষ্ট চাপানউতোর তৈরি হয়েছিল সংসদের উভয় কক্ষে। বিরোধীদের সঙ্গে বাকবিতণ্ডায় বারবার অধিবেশন মুলতুবি করতে হয়। আজ অধিবেশনের শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি এ বিষয়ে বক্তব্য রাখেন লোকসভায়। তিনি বলেন, ‘হামলার ঘটনায় প্রত্যক্ষ ভাবে পাকিস্তানি সেনার হাত ছিল। তারাই জঙ্গিদের সাহায্য করেছে। গত জানুযারি মাসে দুই ভারতীয় জওয়ানের মাথা কাটার ঘটনায়ও সরাসরি যুক্ত ছিল পাকিস্তান। বারবার এ রকম ঘটনা অনভিপ্রেত। এতে দু’ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের কাজ বিঘ্নিত হবে। তবে পাকিস্তান আমাদের ধ২র্যকে যেন প্রতিবন্ধকতা না ভাবে। আমরাও যথোচিত জবাব দিতে পিছপা হব না।’ এ প্রসঙ্গে বিজেপির-র পরিষদীয় দলনেত্রী সুষমা স্বরাজ বলেন, ‘আমরা চেয়েছিলাম তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে আসল ঘটনাটি বলুন। আমরা এটা নিয়ে রাজনীতি করিনি। আজ তিনি এটা করেছেন। আমারা এতে খুশি।’

আজ ২২ শ্রাবণ
আজ ২২ শ্রাবণ। ১৩৪৮ বঙ্গাব্দে এই দিনটিতে প্রয়াত হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ সময়ে প্রচণ্ড অসুস্থ অবস্থায় শান্তিনিকেতন থেকে কলকাতায় এসেছিলেন চিকিত্সার জন্য। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতিবছরের মতো আজকের দিনটি দেশ-বিদেশের নানা প্রান্তে তাঁর অসংখ্য অনুরাগীরা স্মরণ করছেন তাঁকে, তাঁর সৃষ্টিকে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও স্মরণ করা হচ্ছে তাঁকে। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠান উপলক্ষে সেখানে উপস্থিত থাকবেন বলে মহাকরণ সূত্রে খবর।

নিম্নচাপের জেরে আজও জারি থাকবে বৃষ্টি
একটি নিম্নচাপ না কাটতেই আর একটি এসে উপস্থিত। আর তার জেরেই রাজ্য জুড়ে চলছে টানা বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, ওড়িশার উপর অবস্থিত নিম্নচাপটি ছত্তীসগঢ়ে সরে গিয়েছিল গত পরশু। কিন্তু তার পর থেকেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সক্রিয় হচ্ছিল। গত কালই সেটি দক্ষিণবঙ্গে ঢুকে পড়ে এখন পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে অবস্থান করছে। গত কাল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.