গত ৪ অগস্ট বহরমপুরে অনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল ‘একুশে কবিতা’ নামে একটি পত্রিকার প্রথম মুদ্রিত সংখ্যা। যুগ্ম সম্পাদক সানি সরকার ও সুব্রত হাজরা। প্রচ্ছদশিল্পী সত্যজিত বিশ্বাস। কবিতা ছাড়াও সংখ্যাটিতে রয়েছে কবিতা বিষয়ক গদ্য ও গ্রন্থ আলোচনা। রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটি বিশেষ ক্রোড়পত্র। এ ছাড়াও রঘুনাথগঞ্জ থেকে প্রকাশিত হয়েছে আনন্দগোপাল বিশ্বাসের দু’টি একাঙ্ক নাটকের সংকলন ‘ও আমার দেশের মাটি’। একাঙ্ক দু’টি স্ত্রীভূমিকা বর্জিত।
|
গত ২৮ জুলাই ‘না’ পত্রিকার সম্পাদক দেবকুমার সোমের বহরমপুরের আবাসনে অনুষ্ঠিত হল ‘ছাপাখানার গলি’ পত্রিকা আয়োজিত ১৮তম মাসিক পাঠচক্র। সেখানে অধ্যাপক সুমিত বন্দ্যোপাধ্যায় আলোচনা করেন ভূপেন্দ্র গুহ সম্পাদিত ‘জীবনানন্দ দাশের দিনলিপি’ এবং অম্লান দত্ত আলোচনা করেন অরবিন্দ অ্যাডিগার লেখা ‘দি হোয়াইট টাইগার’ নিয়ে।
|
গত ২৮ জুলাই বহরমপুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’ আয়োজিত ১৬৬তম মাসিক সাহিত্যপাঠের আসর। ‘বর্ষা-বৃষ্টি-কবিতা’ শীর্ষক আলোচনায় যোগ দেন ৫ জন কবি। আলোচকদের কথায় উঠে আসে চর্চাপদের সময় থেকে আধুনিক কালের কবি জয় গোস্বামী পর্যন্ত কালপর্যায়ের কবিতায় বর্ষা ও বৃষ্টির প্রাসঙ্গিকতা। অনুষ্ঠানে ৩৮ জন কবি যোগ দেন।
|
গত ৩ অগস্ট থেকে সপ্তাহব্যাপী দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মসার্ধশতবর্ষ সমাপন অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষ্ণনগর পুরসভা। অনুষ্ঠানের উদ্বোধন সুধীর চক্রবর্তী। প্রতি সন্ধ্য্যায় অনুষ্ঠিত হচ্ছে নাচ, গান, নাটকের অনুষ্ঠান। দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন-সাহিত্য নিয়ে আলোচনা করেন দেবশঙ্কর হালদার, বাসুদেব মণ্ডল, অশোক মুখোপাধ্যায়, চন্দন সেন প্রমুখরা।
|
গত ১৪ জুলাই অনুষ্ঠিত হল ‘মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ’ আয়োজিত ৩৭তম বাচিক সন্ধ্যা। বহরপুর ঋত্বিকসদনের ওই অনুষ্ঠানে সংস্থার সদস্যরা ৪টি আবৃত্তিআলেখ্য ও অভিভাবিকারা গীতিআলেখ্য পরিবেশন করেন। ৬০ জন শিশুশিল্পী আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানের সভাপতি গৌরীশঙ্কর দত্ত প্রকাশ করেন ‘প্রতীক’ পত্রিকার ৩৭তম বাৎসরিক সংখ্যা।
|
নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের বিংশতিবর্ষপূর্তি অনুষ্ঠিত হল সংস্থার ভবনে। গত ১৪ জুলাই-এর অনুষ্ঠানে সম্বধর্না দেওয়া হয় লোকসংস্কৃতি গবেষক সুজিতকুমার বিশ্বাস ও কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের অধ্যাপক বলাইচন্দ্র দাসকে। যজ্ঞেশ্বর চৌধুরীকে ‘আঞ্চলিক ইতিহাসবেত্তা’ উপাধি প্রদান করা হয়। |