|
|
|
|
হরিসিংহপুর প্রাথমিক স্কুল |
শিক্ষককে মারধর, প্রতিবাদে পড়ুয়ারা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
প্রধান শিক্ষককে হেনস্থায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে স্কুল বন্ধ রেখে আন্দোলন শুরু করল পড়ুয়ারা। তাতে সামিল হল অভিভাবকরাও। ঘাটালের হরিসিংহপুর প্রাথমিক স্কুলে সকাল দশটা থেকে শুরু হয় ওই আন্দোলন। খবর পেয়ে দুপুরে ঘাটাল থানার পুলিশ গিয়ে অভিযুক্ত প্রবীর মাইতিকে ধরার আশ্বাস দিলে আন্দোলন ওঠে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, পুলিশ অভিযুক্তকে না ধরলে ফের তাঁরা আন্দোলন শুরু করবেন।
স্থানীয় ও স্কুল সূত্রে খবর, সম্প্রতি ওই স্কুলে একটি সংস্থা বেশ কিছু বেঞ্চ দান করেছিল। সোমবার স্কুল ছুটির সময় ওই স্কুলের গ্রাম শিক্ষা কমিটির প্রাক্তন সদস্য প্রবীর মাইতি স্কুলে এসে কী ভাবে বেঞ্চ পাওয়া গেল তা জানতে চান। রিসিভ কপিও দেখতে চান। স্কুল কর্তৃপক্ষ জানায়, মিটিং ডেকে তা জানানো হবে। তখন শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় আচমকাই প্রধান শিক্ষক দিব্যেন্দু পালের জামার কলার ধরে হেনস্থা ও মারধর করা হয়। সহ শিক্ষকরা বাধা দিলে অভিযুক্ত প্রবীর মাইতি স্কুল থেকে পালিয়ে যান। এরপর দিব্যেন্দুবাবুকে ঘাটাল মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করাতে হয়। তাঁর চশমাও ভেঙে যায়। রাতে প্রবীর মাইতির নামে অভিযোগ দায়ের করেন দিব্যেন্দুবাবু।
উল্লেখ্য, অভিযুক্ত প্রবীর মাইতি প্রধান শিক্ষক দিব্যেন্দু পালের ছাত্র তথা ওই এলাকারই এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। পুরো ঘটনায় হতাশ প্রধান শিক্ষকের প্রশ্ন, “এখন পুরানো কমিটি আর নেই। ফলে প্রবীর মাইতি সদস্য নয়। তা ছাড়াও যে ক’টি বেঞ্চ পেয়েছি তার নথি রয়েছে আমার কাছে। কিন্তু মিটিং ছাড়া সেটা কাউকে দিতে যাব কেন?” অভিযুক্ত প্রবীর মাইত অবশ্য নিজের ভুল স্বীকার করেছেন। |
|
|
|
|
|