|
|
|
|
টুকরো খবর |
শিক্ষকদের দাবি-দাওয়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও সন্ত্রাস দূর করা, ২০১৩-’১৪ শিক্ষাবর্ষেই প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, মাস পয়লায় বেতন সুনিশ্চিত করা-সহ নানা দাবিতে মঙ্গলবার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়ের সঙ্গে দেখা করে এবিটিএ’র এক প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক অশোক ঘোষ। তার আগে জেলা শিক্ষা ভবনের সামনে এক কর্মসূচি হয়। জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এতে যোগ দেন। সভায় বক্তব্য রাখেন কো-অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক গঙ্গাধর বর্মন-সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর এবিটিএ-র জেলা সম্পাদক অশোকবাবু বলেন, “নির্দিষ্ট কিছু দাবির প্রেক্ষিতে আমাদের এই কর্মসূচি। আশা করি, দাবিগুলো খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।” সংগঠনের বক্তব্য, পরিবর্তনের সরকারের দু’বছর অতিক্রান্ত হওয়ার পর সমাজের এক বৃহৎ অংশের মানুষের মোহভঙ্গ হয়েছে। চেতনার অভাবে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। শিক্ষাঙ্গন রক্তাক্ত। শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী থেকে ছাত্র-অভিভাবক সকলেই আক্রান্ত হচ্ছেন।
|
যান নিয়ন্ত্রণের দাবি বিজেপির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দিনে শহরে ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ, রাস্তার ধারে বাড়ি তৈরির সরঞ্জাম রাখলে ব্যবস্থা নেওয়া, পুর-এলাকায় ডায়েরিয়া নিয়ন্ত্রণ-সহ বেশ কিছু দাবিতে মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্তের দ্বারস্থ হল শহর বিজেপি। মঙ্গলবার দলের এক প্রতিনিধি তাঁর সঙ্গে দেখা করে এক স্মারকলিপি জমা দেন। বিজেপির শহর সভাপতি অরূপ দাসের কথায়, “দিনের বেলায় শহরে ভারী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু, তা উপেক্ষা করে শহরে গাড়ি চলাচল করছে। এর ফলে, বিভিন্ন এলাকায় যানজট হচ্ছে। বিভিন্ন এলাকায় রাস্তার উপর বাড়ি তৈরির সরঞ্জাম রাখা হচ্ছে। পথচলতি মানুষ সমস্যায় পড়ছেন। নির্দিষ্ট কিছু দাবির প্রেক্ষিতে আমাদের এই কর্মসূচি।” |
|
|
|
|
|