বৃক্ষরোপণ অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
চলছে প্রস্তুতি। —নিজস্ব চিত্র |
বিশ্বভারতীর জগদীশ কাননে (পুরনো মেলার মাঠ) কাল, বৃহস্পতিবার বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে। উদ্যান বিভাগের কর্মী স্বপন হাজরা ও উত্তম মণ্ডলরা জানান, ছয় ঋতুতে ফোটা নানা ফুলের সমাহার দিয়ে সাজানো হছে এই কানন। সবুজ ঘাসের সঙ্গে লাল মোরামের বাগানে ফুল দেখেই বুঝতে পারবেন কোন ঋতু চলছে। প্রায় ২০০ রকমের ফুল থাকছে। থাকবে বিভিন্ন রকমের গাছও। বিশ্বভারতীর কর্মিমণ্ডলীর যুগ্মসম্পাদক সৌগত সামন্ত জানান, বৃহস্পতিবার ‘হলুদ পলাশ’ চারা বসানো হবে। অতিথি হিসেবে থাকছেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী জয়ন্ত মিত্র। শুক্রবার শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসব। বিকেল থেকে বিশ্বভারতীতে শুরু হবে রবীন্দ্র সপ্তাহের অনুষ্ঠানও। এক সপ্তাহ ধরে একাধিক বিষয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের আলোচনার বিষয় হল রবীন্দ্রনাথের চিন্তা ও ভাবনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে বিজ্ঞান শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা ও সম্ভাবনীয় সুযোগ-সুবিধা।
|
ক্ষতিপূরণের দাবিতে রেঞ্জ অফিসে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
নাগরাকাটার বামনডাঙা চা বাগানে হাতির হামলায় শ্রমিক আবাসে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষুদ্ধ বাসিন্দারা বন দফতরের রেঞ্জ অফিসে ভাঙচুর চালান। মঙ্গলবার বিকালে চাপড়ামারি অভয়ারন্যের খুনিয়া রেঞ্জ অফিসে বামনডাঙা এলাকায় স্থানীয় বাসিন্দারা ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে। অফিসের কাচ ভাঙা হয়েছে। বিক্ষোভকারীদের ধাক্কায় দুই বনকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গত রবিবার রাতে বামনডাঙা চা বাগানে পাঁচটি বুনো ঢুকে বাগানের ২৫টি শ্রমিক আবাস ভেঙে দেয় বলে অভিযোগ। বনকর্মীদের টহলদারির গাফিলতির কারণেই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ তুলে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনায় নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের করেছে বন দফতর। জলপাইগুড়ির বন্যপ্রানী ২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক এই প্রসঙ্গে বলেন, “বামনডাঙায় নিয়মিত টহলদারি করা হয়।’’
|
নদিয়ার বাদুকুল্লা থেকে সোমবার উদ্ধার হয় এই লক্ষ্মীপেঁচা দু’টি। এথন তাদের ঠিকানা
রানাঘাটের বন দফতরের অফিস। বন দফতর সূত্রে জানানো হয়েছে পেঁচাদু’টি অসুস্থ।
তাদের চিকিত্সা চলছে। সুস্থ হলে তাদের ছেড়ে দেওয়া হবে। ছবি: সুদীপ ভট্টাচার্য।
|
সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বনরুই পাচার করতে গিয়ে বন দফতরের হাতে ধরা পড়েছিল ৭ জন। বৈকুন্ঠপুর ডিভিশনের শালুগাড়া রেঞ্জের বনাধিকারিকরা তাদের জেরা করে মঙ্গলবার ফের ৬ কিলোগ্রাম সামুদ্রিক প্রাণীর দেহাংশ উদ্ধার করলেন। ডিএফও ধরম দেব রাই জানান, এদেরকে জেরা করেই একটি লুপ্তপ্রায় সামুদ্রিক প্রাণীর কথা জানতে পারেন তাঁরা। এ দিন খাপরাইল মোড় থেকে বাক্সবন্দি এই প্রাণীর দেহ উদ্ধার করেন তাঁরা। দিল্লি, চেন্নাই থেকে আনা ওই প্রাণীর দেহ নেপালে পাঠাবার পরিকল্পনা ছিল বলে জানান তিনি। বেশ কিছুদিন থেকেই একটি আন্তর্জাতিক পাচার চক্র এই এলাকায় কাজ করছে বলে খবর মেলে। এর পরেই সাত জনকে গ্রেফতার করা হয়েছিল।
|
হাতির দাঁত উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
ক্রেতা সেজে ৩০০ গ্রাম ওজনের হাতির দাঁতের টুকরো উদ্ধার করল সামীন্ত সুরক্ষা বলের জওয়ানেরা। মঙ্গলবার ফালাকাটার ভুটনিরঘাটের কাছে দাঁতের টুকরো উদ্ধার করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি। এস এস বি সূত্রে জানা গিয়েছে, জওয়ানরা কিছুদিন আগে জলদাপাড়া সংলগ্ন এলাকার এক বাসিন্দার থেকে ২০ হাজার টাকায় হাতির দাঁত কেনার প্রস্তাব দেয়। এ দিন দুইজন বাইকে হাতির দাঁত নিয়ে ভুটনিরঘাটের কাছে মুজনাই নদীর সেতুর কাছে আসেন। এসএসবি জওয়ান ক্রেতা সেজেছে এসেছে বুঝতে পেরেই দুই বিক্রেতা পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
|
বাঘ-ভালুকের হানা
সংবাদসংস্থা • শ্রীনগর |
দু’টি পৃথক দুর্ঘটনায় বন্য জন্তুর হানায় মৃত্যু হল দু’জনের। এক দিকে চিতাবাঘের হানায় বারামুলাার টাঙ্গওয়ারি গ্রামে মৃত্যু হল বছর তেরোর কুশবুর। অন্য দিকে গুলমার্গের কানওয়ার গ্রামে কালো ভালুকের আক্রমণে মৃত্যু হল আব্দুল সাত্তার ভট্ট নামের এক ব্যক্তির।
|
উদ্ধার হাতির বাচ্চা
সংবাদসংস্থা • গুয়াহাটি |
গোলাঘাটের নুমালিগড়ে চা-বাগানের নালায় পড়ে যাওয়া হস্তি শাবককে দলের কাছে ফিরিয়ে দিলেন বনরক্ষী ও চা-শ্রমিকরা। বাচ্চাটি দলের সঙ্গে চা বাগানে ঢুকে পড়ে। |
সঙ্গী: রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে। ছবি: রণজিৎ নন্দী। |