সাইকেল স্ট্যান্ডের দাবি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মোটরবাইক ও সাইকেল স্ট্যান্ড তৈরির দাবি জানিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কর্তৃপক্ষের কাছে গণসাক্ষর সম্বলিত দাবিপত্র দিলেন সংস্থার কর্মী ও এলাকার বাসিন্দারা। মঙ্গলবার চিত্তরঞ্জন এক নম্বর রেলগেট লাগোয়া চিত্তরঞ্জন স্টেশন ও বাস টার্মিনাস লাগোয়া এলাকায় ওই স্ট্যান্ডটি তৈরির দাবি জানিয়েছেন তাঁরা। কারখানার তরফে বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। ওই কারখানার স্টাফ কাউন্সিল সদস্য নেপাল চত্রবর্তী জানান, ওই রাস্তা দিয়ে কোনও বাস না চলায় চিত্তরঞ্জন রেল আবাসন এলাকায় বসবাসকারী রেলকর্মী ও স্থানীয় বাসিন্দারা ট্রেন বা বাস ধরতে গিয়ে সমস্যায় পড়েন। চড়া ভাড়া গুণে ভাড়ার গাড়িতে যাতায়াত করতে হয় তাদের। কিন্তু যদি মোটরবাইক বা সাইকেল স্ট্যান্ড করা হয় তাহলে রেলকর্মী ও এলাকার বাসিন্দারা নিজেরাই বাইক বা সাইকেল নিয়ে ট্রেন বা বাস ধরতে পারবেন। স্ট্যান্ডে নিরাপদে গাড়িটি রাখাও থাকবে।
|
বর্ধমানে বিএসসি পার্ট-৩’র ফল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএসসি পার্ট-৩ পাস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। ৭৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৭৭ জন। পাশের হার শতকরা ৮৯.৯৮। পার্ট নট ক্লিয়ার্ডের সংখ্যা ৩৪৮। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ২৩ জন ও দ্বিতীয় বিভাগে ২৭১ জন। গতবার বিএসসি পার্ট-৩ পরীক্ষায় পাশের হার ছিল শতকরা ৯১.৬৩। তবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় এ বারের পাশের হারকে গতবারের চেয়ে কম বলে মানতে চাননি। তিনি বলেন, “এ বার বিভিন্ন পার্টে পাশ করতে না পারাদের সংখ্যা তুলনায় বেশি। এঁরা পার্টগুলিতে উর্ত্তীর্ণ হলেই পাশের হার বেড়ে যাবে।”
|
লরি চুরিতে গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ঝাড়খণ্ডের চিরকুণ্ডা থেকে একটি ছোট লরি চুরির অভিযোগে দুই দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। ধৃতদের নাম সোহরব আনসারি ও আজাদ আনসারি। কুলটির রানিতলার বাসিন্দা এই দু’জন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে চিরকুণ্ডা থেকে ওই পিক-আপ ভ্যানটি চুরি করে এই দু’জন রানিগঞ্জে পালায়। চিরকুণ্ডা থানা থেকে খবর পেয়ে অভিযানে নামে কুলটি থানার পুলিশ। তারপরেই রানিগঞ্জ পুলিশের সাহায্যে পঞ্জাবি মোড় এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার ও লরিটি আটক করা হয়।
|
কয়লার লরি আটক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ কয়লা বোঝাই একটি লরি বাজেয়াপ্ত করল বারাবনির পুলিশ। সোমবার রাতে বারাবনির গৌরান্ডি বাজার এলাকা থেকে লরিটি আটক করা হয়। চালক শেখ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় জড়িত আরও চারজনের খোঁজ চলছে।
|
এক রেলযাত্রীর মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধরেছে আসানসোল জিআরপি। সোমবার রাতে আসানসোল স্টেশন থেকে মহম্মদ আখতার নামে ওই যুবককে ধরা হয়।
|
দুর্গাপুর
ইফতার পার্টি। ওয়ারিয়া হিন্দি প্রাথমিক বিদ্যালয়। সন্ধ্যা সাড়ে ৬টা। ওয়ারিয়া জনকল্যাণ সমিতি।
আসানসোল
ফুটবল প্রতিযোগিতা। আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠ। বিকাল।
ফুটবল প্রতিযোগিতা। মহিশীলা ৩ নম্বর মাঠ। বিকাল ৪টা।
ফুটবল প্রতিযোগিতা। রামসায়ের মাঠ। বিকাল ৪টা। |