কেশপুরে ডায়েরিয়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এ বার কেশপুরের ছোটবোরজ এবং সবংয়ের বোনাইয়ে ছড়াল ডায়েরিয়া। আক্রান্ত হয়েছেন মোট ৯ জন। বোনাইয়ের ৪ জনকে সবং হাসপাতালে ও ছোটবোরজে আক্রান্ত ২ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জনের চিকিৎসা চলছে স্থানীয় ভাবে। কেশপুরের ওই দু’টি এলাকাতেই মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা। তবে তাঁর আশ্বাস, “উদ্বেগের কিছু নেই। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।” আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।
|
উচ্চ রক্তচাপ নিয়ে সেমিনার কলেজে
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর
|
শ্রীরামপুর কলেজের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার যৌথ উদ্যোগে গত ২৭ জুলাই জাতীয় স্তরের এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। বিষয় ছিল ‘উচ্চ রক্তচাপজনিত জটিলতা’। বক্তব্য রাখেন চিকিত্সক আর ডি দুবে, ডি আর রাই, অনুপম গোস্বামী, অধ্যাপক অনুপম বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
|
হলদিয়া মেডিক্যাল নিয়ে শুনানি শেষ |
হলদিয়া মেডিক্যাল কলেজ নিয়ে কলকাতা হাইকোর্টে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিআইয়ের আপিল মামলার শুনানি সোমবার শেষ হয়েছে। বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি কাঞ্চন চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ চলতি সপ্তাহেই রায় দেবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকার, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও এমসিআই প্রায় একযোগে ওই কলেজের অনুমোদন বাতিল করে দেয়। কলেজ মামলা করে। বিচারপতি গিরীশচন্দ্র গুপ্ত অনুমোদন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে মামলা করেছে এমসিআই। |