টুকরো খবর
প্রৌঢ়কে খুন করে পালানোর সময় যুবক ধৃত
প্রৌঢ় খুনে অভিযুক্তকে ‘শাস্তি’ জনতার। —নিজস্ব চিত্র।
এক প্রৌঢ়কে খুন করে পালানোর সময়ে পাড়া-পড়শিদের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতী। সোমবার রাত আটটা নাগাদ বহরমপুরের প্রাণকেন্দ্র গোরাবাজারে ওই ঘটনার পরে স্থানীয় জনতাই বছর ত্রিশের ওই যুবককে তুলে দেয় পুলিশের হাতে। জেরায় পুলিশ জেনেছে, নীলোৎপল রায় নামের ওই যুবক প্রৌঢ় দীপেন্দ্রনাথ ভট্টাচাযের্র কাছে ২৮ হাজার টাকা ধার করেছিলেন। সেই টাকাই ফেরতের জন্য চাপ দিচ্ছিলেন দীপেন্দ্রবাবু। পুলিশের অনুমান, তার জেরেই খুন। দীপেন্দ্রবাবুর বাড়ির কলকাতার দমদমে। ইসিএলের অবসরপ্রাপ্ত এই ইঞ্জিনিয়ারের আদি বাড়ি বহরমপুরে। প্রায়ই সে বাড়িতে এসে থাকতেন তিনি। যাতায়াতের সূত্রেই গত কয়েক বছর আগে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল ওই যুবেকর। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। ছেলেকে স্কুলে ভর্তির ছুতোয় দীপেন্দ্রবাবুর কাছে টাকাও ধার করে সে। তা ফেরানোর নাম করছিল না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না ওই যুবকের। পুলিশ জেনেছে যুবকের স্ত্রীও কিছু দিন ধরে বাপের বাড়িতে রয়েছেন। দিন দুই আগে বহরমপুর এসেছিলেন দীপেন্দ্রবাবু। টাকা ফেরানোর নামে ওই যুবকও হাজির হয়েছিল তাঁর বাড়িতে। সেখানেই সুযোগ বুঝে খুন করে সে। খুন করার পরে সিঁড়ি দিয়ে পালানোর সময়ে বাড়ির অন্য কাউকে সম্ভবত দেখে ফেলে ঘাবড়ে যায় ওই যুবক। দোতলা থেকেই লাফ মারে সে। সন্দেহ হয় বাসিন্দাদের। তারাই ধরে ফেলে যুবককে।

দলীয় কার্যালয়ে ভাঙচুর, নালিশ
সিপিএমের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় রানাঘাট শহর লাগোয়া শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার কীর্তিনগরের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট ২ নম্বর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এ বার সিপিএমের থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। রবিবার সন্ধ্যায় বিজয় মিছিলের আয়োজন করেছিল কংগ্রেস। অভিযোগ সেই সময়ই সিপিএমের কার্যালয়ে হামলা চালায় কংগ্রেস সমর্থকরা। যদিও সেই সময় অফিসে কেউ ছিলেন না। সিপিএমের রানাঘাট পূর্ব জোনাল কমিটির সম্পাদক চিত্ত বিশ্বাস বলেন, “আমাদের দলীয় কার্যালয়ে ঢুকে হামলা চালিয়েছে কংগ্রেস কর্মীরা।” অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের সদস্য দুলাল পাত্র বলেন, “আমাদের কেউ ঘটনার সঙ্গে জড়িত নয়।”

ইটের আঘাতে মৃত্যু মহিলার
পারিবারিক অশান্তির জেরে আত্মীয়ের ছোঁড়া ইটের আঘাতে মৃত্যু হল এক মহিলার। সোমবার সকালে নাকাশিপাড়ার উত্তরপাড়ার এই ঘটনায় মৃতের নাম আকলিমা মণ্ডল (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই রান্নাঘর করার জমি নিয়ে ওই মহিলার সঙ্গে ঝামেলা চলছিল তাঁর দেওর ইসলাম মণ্ডলের। সোমবার সকালে ফের ঝগড়া শুরু হলে হঠাৎই আকালমার দিকে ঢিল ছোঁড়েম ইসলামের স্ত্রী আলেমা মণ্ডল। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আলেমা মণ্ডলকে গ্রেফতার করেছে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার। নাম জ্যোৎস্না মণ্ডল (৩০)। বাড়ি হরিহরপাড়ার রমনা এলাকায়। পুলিশ জানায়, রবিবার রাতে ওই মহিলা নিজের ঘরে গলায় ফাঁস লাগায়। সোমবার সকালে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে রোগে ভুগতে থাকা ওই মহিলা শারীরিক যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন।

পথ অবরোধ
৩৪ নম্বর জাতীয় সড়কের সংস্কারের দাবিতে রাস্তা অভরোধ করে বিক্ষোভ দেখালেন শান্তিপুরের গোবিন্দপুর এলাকার বাসিন্দারা। প্রায় ঘণ্টাখানেক চলে এই অবরোধ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.