টুকরো খবর |
দোষীদের ধরার দাবিতে মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ফের মিছিল করলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার বিকেলে গড়বেতার আমলাগোড়া থেকে রাধানগর পর্যন্ত মিছিল হয়। মিছিল হয়েছে কোনও রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই। গত ১৪ জুলাই থেকে নিখোঁজ ছিলেন গণেশ দুলে। ওই দিন সকালে তিনি বাজারে বেরোন। আর বাড়ি ফেরেননি। ওই যুবক এলাকায় বিক্ষুব্ধ তৃণমূল কর্মী বলেই পরিচিত ছিলেন। গণেশকে খুন করা হয়েছে বলে অনুমান তাঁর পরিবারের লোকজনের। তাঁদের অভিযোগ, তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর নেতা-কর্মীরা ষড়যন্ত্র করে গণেশকে খুন করেছে। গত ১৮ জুলাই কুড়চিবনি এলাকার সেতুর নীচে রেল লাইনের ধার থেকে ওই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীর বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও স্থানীয়দের দাবি, মূল অভিযুক্তরা পলাতক। পুলিশ তাঁদের ধরতে সে ভাবে পদক্ষেপ করছে না। পুলিশের অবশ্য আশ্বাস, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আরও একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্যপ্রমাণ মিললেই গ্রেফতার করা হবে।
|
মুজফ্ফর স্মরণে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুজফ্ফর আহমেদের ১২৫ তম জন্মদিবস পালন করল সিপিএম। দলের মেদিনীপুর শহর ২ নম্বর লোকাল কমিটির উদ্যোগে সোমবার কৃষক ভবনে এক সভা হয়। উপস্থিত ছিলেন লোকাল কমিটির সম্পাদক সুকুমার আচার্য। সভায় মুজফ্ফর আহমেদের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন নেতৃত্ব। সকালে মেদিনীপুর শহরে এক মিছিলও হয়। |
|