হাতির দল নিয়ে উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
৫টি হাতির একটি দল এক মাসেরও বেশি একই জায়গায় থাকায় চিন্তিত বন দফতর। দলমা থেকে আসা ওই ৫টি হাতি গোয়ালতোড়ের তিতলিতে রয়েছে। ঘন জঙ্গলে তাদের অবস্থান সব সময় নজরে রাখা সম্ভব হচ্ছে না। সমস্যায় পড়তে হচ্ছে বনকর্মীদের। জঙ্গল ছেড়ে হাতিগুলি লোকালয়েও ঢুকে পড়ছে। সমস্যা মানছেন বন দফতরের রূপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা। তাঁর কথায়, “কেন দীর্ঘদিন ধরে ৫টি হাতি গোয়ালতোড়ের ওই জঙ্গলে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।” সাধারণত দলে বাচ্চা হাতি থাকলে দীর্ঘদিন একই জায়গায় থেকে যায় হাতির দল। কারণ, মা হাতিটি তার বাচ্চাকে ছেড়ে যেতে চায় না। এতে গোটা দলটির গতি কমে যায়। বন দফতরের এক কর্তা বলেন, “ওই দলে কোনও বাচ্চা হাতি রয়েছে কি না, আমরা দেখছি।” |
হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল বামনডাঙা চা বাগানের ২৫টি শ্রমিক আবাস। রবিবার রাতে ডুয়ার্সের নাগরাকাটার ওই বাগানে পাঁচটি হাতির দল বাগানের ফ্যাক্টরি লাইন ডায়না লাইন ও জয় বাংলা লাইনে ঢুকে পড়ে। ডায়না বনাঞ্চলের রেঞ্জ আধিকারিক অজয় ঘোষ এই প্রসঙ্গে জানান, ডায়নার জঙ্গলে যাওয়ার পথে হামলা করে হাতিরা। |
কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ চা বাগানে শ্রমিক মহল্লার আসন লাইনে রবিবার রাতে একটি দাঁতাল হাতি হামলা চালিয়ে তিন চা শ্রমিকের বাড়ি ভেঙে চাল, আটা ও লবন খেয়ে নিয়েছে। বন দফতরের পক্ষে ক্ষতিপূরণে আশ্বাস দেওয়া হয়। |