ফেসবুকের সূত্র ধরে ধৃত চোর রাঁধুনি
নিজস্ব সংবাদদাতা |
মুম্বইয়ে বাড়ির সকলকে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে ২৫ লক্ষের গয়না নিয়ে পালিয়েছিল রাঁধুনি। তার উপরে যাতে সন্দেহ না হয়, তাই পরিবারের এক সদস্যকে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠায় সে। পরিবারের সদস্যরা অবশ্য সে অনুরোধে সাড়া দেননি। কিন্তু সেই সূত্র ধরে ওই রাঁধুনি এখন মুম্বই পুলিশের জালে। সিআইডির সাহায্য নিয়ে গত সপ্তাহে কলকাতার পর্ণশ্রী থেকে তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ধৃতের নাম শুভব্রত স্যানাল। বাড়ি পর্ণশ্রীতে। পুলিশ সূত্রে খবর, মার্চে নভি মুম্বইয়ের ভাসি এলাকার একটি আবাসনে ব্যবসায়ী সত্যকাম রাউথের পরিবারে রাঁধুনির কাজে যোগ দেয় শুভব্রত। এক মাস পরে এক দিন সকালে কাজ ছেড়ে পালিয়ে যায় সে। সে দিনই পরিবারের সদস্যেরা ঘুম থেকে উঠে দেখেন বাড়ি থেকে প্রায় ২৫ লক্ষ টাকার সোনার গয়না উধাও। পুলিশ জানায়, বাড়ির সকলকে প্রথমে অচৈতন্য করে শুভব্রত। সেই সুযোগে আলমারিতে থাকা গয়না নিয়ে পালায়। পুলিশের দাবি, শুভব্রতর আশা ছিল, বেশি দিন তার উপর সন্দেহ থাকবে না। তাই ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠায় সে।
এ দিকে, বালিগঞ্জে বাড়িতে চুরির ঘটনায় রবিবার সোনারপুর থেকে গ্রেফতার হল এক পরিচারিকা। ধৃতের নাম নীলা রায় (৪৫)। মিলেছে চুরি যাওয়া সামগ্রীও। পুলিশ জানায়, জুলাইয়ের শেষ দিকে বালিগঞ্জ সানি পার্কের বাসিন্দা নির্মাল্য ঘোষের বাড়িতে পরিচারিকা হিসাবে আসে নীলা। কিছু দিন পরে কাজ ছেড়েও দেয়। তার পরই দেখা যায় ওই বাড়ি থেকে চুরি গিয়েছে ছোটখাটো সোনার গয়না, ঠাকুরের মূর্তি-সহ কিছু মূল্যবান সামগ্রী। ৩ অগস্ট বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নির্মাল্যবাবু। পুলিশ জানায়, আয়া সেন্টার থেকে কাজে আসে নীলা। কিন্তু ওই পরিবারের কাছে তার ঠিকানা ছিল না। সেন্টার থেকে নীলার বাড়ির ঠিকানা জোগাড় করে তাকে ধরে পুলিশ।
|
খদ্দের সেজে সোনার দোকানে ঢুকেছিল তিন দুষ্কৃতী। মোটরবাইকে অপেক্ষা করছিল এক জন। দোকানদারের সঙ্গে গয়নাগাঁটির দরাদরি সেরে আচমকাই সেগুলো লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা। দোকান-মালিক বাধা দেওয়ায় রিভলভারের বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। তাঁর চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে যাওয়ায় এক দুষ্কৃতী গুলি চালায়। তাতে দু’জন স্থানীয় বাসিন্দা জখম হন। দোকানদার-সহ তিন জনই হাসপাতালে। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে ঠাকুরপুকুরের বড়িশা পূর্বপাড়ায়। কেউ ধরা পড়েনি। দোকান-মালিক তপন কর্মকারের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, এক দুষ্কৃতী তার লোহার আংটি দেখিয়ে সেই মাপে সোনার আংটি দিতে বলেছিল। দোকানদার শো-কেস থেকে কিছু আংটি বার করে দেখাতে শুরু করতেই এক দুষ্কৃতী দোকানের শাটার টেনে নামিয়ে দেয়। তার সঙ্গীরা সোনার গয়না লুঠ শুরু করায় তপনবাবু বাধা দেন। লুঠের পরে দুষ্কৃতীরা ছুটে বাইক নিতে গেলে স্থানীয় মানুষের সন্দেহ হয়। তাঁরা দুষ্কৃতীদের ধাওয়া করেন। দুই দুষ্কৃতী নিজেদের বাইক নিয়ে পালায়। বাকিরা রাজা মালিক নামে স্থানীয় যুবকের বাইক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে টানাহ্যাঁচড়া শুরু হয়। এক দুষ্কৃতী গুলি চালালে রাজা ছাড়াও শৌর্য ঘোষ নামে অন্য এক স্থানীয় বাসিন্দা জখম হন। দুষ্কৃতীরা পালায়। যুগ্ম কমিশনার পল্লবকান্তি ঘোষ (অপরাধ দমন) বলেন, “প্রায় ছ’ভরি সোনার গয়না লুঠ হয়েছে।”
|
কলকাতার দক্ষিণ শহরতলিতে জমি কেলেঙ্কারির একটি মামলায় সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের জামিনের আবেদন সোমবার খারিজ করে দিয়েছে আলিপুর আদালত। পুলিশ জানায়, সুলতা সিংহ নামে গড়িয়াহাটের এক বাসিন্দা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকায় চার কাঠা জমি কেনার জন্য বেহালায় সারদা গার্ডেন্স অফিসে টাকা জমা দিয়েছিলেন। অভিযোগ, সুলতাদেবী জমি পাননি, টাকাও ফেরত পাননি। সুদীপ্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রতারণা, জালিয়াতি এবং টাকা আত্মসাতের অভিযোগ করেন সুলতাদেবী। অভিযুক্তের অনুপস্থিতিতে তাঁর আইনজীবী সমীর দাস জামিনের আর্জি জানালে তা খারিজ করে আদালত ১৯ অগস্ট পর্যন্ত সুদীপ্তকে ফের জেল-হাজতের নির্দেশ দেয়।
পুরনো খবর: সুদীপ্তকে নিয়েই এ বার তল্লাশিতে নামছে পুলিশ |
চুল টেনে পথে ফেলে শ্লীলতাহানি |
গল্ফ গ্রিনের রাস্তায় ফেলে চুল টেনে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। পুলিশ জানায়, শনিবার রাতের ওই ঘটনার ব্যাপারে তরুণীর বাবা সোমবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, দুই যুবক একটি বাইকে এসে ওই তরুণীর হার ছিনতাইয়ের চেষ্টা করে ও ওই মাটিতে ফেলে শ্লীলতাহানি করে। তরুণী চিৎকারে তারা পালায়। পুলিশের অনুমান, রাস্তার গর্তে ভারসাম্য রাখতে না-পেরে বাইক-আরোহীরা ওই তরুণীর উপরে পড়ে যায়। তবে তদন্ত শুরু হয়েছে।
|
একটি বাড়ির দু’টি বারান্দা ভেঙে পড়ল। সোমবার সন্ধ্যায়, বিবাদী বাগ এলাকার ক্লাইভ রো-এ। হেয়ার স্ট্রিট থানা সূত্রে খবর, ওই ঘটনায় কেউ হতাহত না হলেও, বারান্দার তলায় থাকা দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
|