বিশ্বভারতীতে এলেন ফাবরিস
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
ফ্রান্সের কনসাল জেনারেল।— নিজস্ব চিত্র। |
বিশ্বভারতীকে সেতু করে ফ্রান্সের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করতে উদ্যোগী হচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তারই অঙ্গ হিসেবে সোমবার বিশ্বভারতী ঘুরে দেখলেন কলকাতায় ফ্রান্স দূতাবাসের কনসাল জেনারেল ফাবরিস এতিয়েন। বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “বিশ্বভারতীর সঙ্গে ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠানগুলির যোগাযোগ বাড়ানো এবং ছাত্রছাত্রী, শিক্ষক বিনিময় কর্মসূচি নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে। একাধিক বিষয় নিয়ে দু’দেশের মধ্যে গবেষণা ও চর্চা আরও বাড়াতে আমরা উদ্যোগী।” এ দিন তিনি প্রথমে উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের সঙ্গে দেখা করেন। বিকেলে রবীন্দ্রভবন, কলাভবন ও সঙ্গীতভবন ঘুরে দেখেন ফ্রান্সের কনসাল জেনারেল। ছিলেন রবীন্দ্রভবনের অধিকর্তা অধ্যাপিকা তপতী মুখোপাধ্যায়, অধ্যাপক অমৃত সেন, কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানা প্রমুখ। পাশাপাশি ফাবরিস বিশ্বভারতীর দেশী-বিদেশী পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন।
|
ভাষা নিয়ে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় ও ন্যাশন্যাল বুক ট্রাস্টের যৌথ উদ্যোগে সোমবার থেকে পুরুলিয়ায় শুরু হয়েছে তিন দিনের একটি আলোচনাচক্র। বিষয়, ‘সাঁওতালি ও কুড়মালি ভাষার পুনরুজ্জীবন ও ভবিষ্যৎ সম্ভাবনা’। এ দিন পুরুলিয়া বিএড কলেজ প্রেক্ষাগৃহে এই আলোচনাচক্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নেন সাঁওতালি ভাষার বিশেষজ্ঞ সুহৃদ ভৌমিক, রাঁচি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ভাষা বিভাগের প্রধান কে সি টুডু, দুমকা সিদো কানহু মুর্মু বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের শিক্ষক ও সাঁওতালি ভাষা বিশেষজ্ঞ প্রমোদিনী হাঁসদা, বিশ্বভারতীর সাঁওতালি ভাষা বিভাগের শিক্ষক দুখিয়া মুর্মু। সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আধিকারিক স্বাতী গুহ জানিয়েছেন, এ দিন আলোচকেরা সাঁওতালি ভাষাকে কী ভাবে বাঁচিয়ে রাখা যেতে পারে, তা নিয়েই আলোচনা করেছেন। মঙ্গলবার সাঁওতাল শিশুদের নিয়ে একটি আঁকার কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালাটি পরিচালনা করবেন বিশ্বভারতীর পাঠভবনের শিক্ষক কালীচরণ হেমব্রম।
|
রেণু-খুনের মামলায় সাক্ষ্যগ্রহণ নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রেণু-খুনের মামলায় তদন্তকারী অফিসার দেবাশিস ঘোষের তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণ হল সোমবার। গত ৩১ জুলাই বোলপুরের অতিরিক্ত জেলা জজ মানস বসুর এজলাসে ওই অফিসারের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে তিনি ওই দিন আদালতে উপস্থিত হতে পারেননি। সরকারী পক্ষের আইনজীবী তপনকুমার দে বলেন, “এ দিন অতিরিক্ত জেলা জজ মানস বসুর এজলাসে ওই অফিসারের সাক্ষ্যগ্রহণ হয়েছে। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা ২০ অগস্ট তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন।” গত বছর ১৩ জানুয়ারি শান্তিনিকেতনের বাগানপাড়ায় নিজের বাড়ির দোতলার ঘরে খুন হন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার। এই ঘটনায় ধৃত তিন জন এখন জেল হাজতে রয়েছে।
পুরনো খবর: রেণু-খুন মামলা, স্থগিত সাক্ষ্যগ্রহণ |
প্রয়াত রাজ বংশধর
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
চলে গেলেন রাজনগরের মুসলিম রাজবংশের অন্যতম বংশধর বাহাদুর জামান খান। তাঁর ৬৮ বছর বয়স হয়েছিল। রাজনগরের আড়ালি গ্রামে তিনি থাকতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাহাদুর জামান খান হৃদরোগে ভুগছিলেন। সোমবার সিউড়ি সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শোক-জ্ঞাপন করতে এ দিন রাজনগর উচ্চ বিদ্যালয় ছুটি ছিল। |