তিন বছরের শিশুপুত্রকে ছুড়ে ফেলে জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন এক মহিলা। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ইংরেজবাজারের মহদিপুরে ভাগীরথী নদীতে প্রমোদ সেতুর উপর এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম শিবানী মণ্ডল (২৫)। মৃত শিশুর নাম অনুপম মণ্ডল (৩)। মৃতার পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরে শিশুপুত্রকে নদীতে ফেলে মা আত্মহত্যা করেছেন। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ওই মহিলা এবং তাঁর ছেলের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।” পুলিশ জানিয়েছে, শিবানী সাউথ মালদহ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। জলে ঝাঁপ দিয়ে মা এবং শিশুর আত্মহত্যার খবর পেয়ে শিবানীর বাড়ির লোকেরা ঘটনাস্থলে যান। সাড়ে চার বছর আগে বৈষ্ণবনগরের লক্ষীপুর গ্রামের শিবানী মণ্ডলের সঙ্গে কালিয়াচকের উমাকান্তটোলার বাসিন্দা ঠিকাদার বিশ্বনাথ মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর তাদের ওই পুত্র সন্তান হয়েছিল। মৃতার দাদা বাপি মণ্ডল অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই বিশ্বনাথবাবু মদ খেয়ে শিবানীকে মারধর করতেন। অত্যাচার সহ্য করতে না পেরে বাড়িতে চলে আসত বোন। তার পরেও জামাইবাবু এখানে মদ খেয়ে এসে তাঁর বোনকে মারধর করত বলে অভিযোগ। তিনি বলেন, “স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে শ্বশুড়বাড়ি থেকে পালিয়ে বোন ভাগ্নেকে নিয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।” মৃতদেহ দুটি উদ্ধারের পর উত্তেজিত গ্রামবাসী উমাকান্তটোলায় বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে চড়াও হয়। তার অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, রাত অবধি এই ঘটনায় মহিলার পরিবারের তরফে লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে।
|
আলিপুরদুয়ারের পর হলদিবাড়ি পুরসভার নির্বাচনেও একা লড়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। রবিবার সকালে হলদিবাড়ি কংগ্রেস অফিসে দু’ঘণ্টার বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রের খবর, দলের একাংশ তৃণমূলের সঙ্গে জোট করার বিষয়টিও বৈঠকে তোলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। হলদিবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি তরুণ দত্ত বলেন, “আমরা একাই লড়ব। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। এর আগেও হলদিবাড়িতে কংগ্রেস একাই লড়েছে। এবারও তাই হবে। কারও সঙ্গে জোট হবে না।” উল্লেখ্য, আগামী ১৬ অগস্টের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটিতে প্রার্থীদের নাম চূড়ান্ত করার কথাও এ দিনের বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে একইভাবে আলিপুরদুয়ার পুরসভায় একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
|
কম্পিউটার প্রশিক্ষণের পরে নিশ্চিত চাকরির সুযোগের আশ্বাস দিয়ে যুুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে রায় ঘোষণা করে এক কম্পিউটার প্রশিক্ষণ সংস্থাকে ক্ষতিপূরণ এবং ভর্তির খরচ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। দক্ষিণ দিনাজপুর জেলা ক্রেতা সুরক্ষা আদালতের সভাপতি বিচারক নীরেন্দ্র কুমার সরকার বালুরঘাটের একটি সংস্থাকে সম্প্রতি ওই নির্দেশ দিয়েছেন। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি ১৮ জন যুবক যুবতীকে আদালতের রায় মেনে টাকা ফেরত দেওয়া হবে বলে কম্পিউটার সংস্থার তরফেও জানানো হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে প্রত্যেক ছাত্র-ছাত্রীর থেকে নেওয়া ভর্তির খরচ ফেরত দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
|
মালদহ কোতুয়ালির কাছে মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে এক যুবক ডুবে মারা গিয়েছেন। রবিবার বিকালে ওই ছাত্রের দেহ পুলিশ উদ্ধার করে। নিহত ছাত্রের নাম শৌভিক মন্ডল (১৯)। বাড়ি ইংরেজবাজারের সিঙ্গাতলা এলাকায়। তিনি ফরাক্কার নুরুল হাসান কলেজের প্রথমবর্ষের ছাত্র। এদিন নুরুল কলেজের নয়জন বন্ধুর সঙ্গে মহানন্দা নদীতে স্নান করতে গিয়েছিলেন। স্নান করার সময় শৌভিক এবং তাঁর এক বন্ধু জলে তলিয়া যায়।
|
সংশোধানগারে এক বিচারাধীন বন্দির দেহ উদ্ধার কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে। মৃত গোবিন্দ বর্মনকে (২৩) এদিন সংশোধনাগারের স্বাস্থ্যকেন্দ্রের পিছনে একটি জানালার গরাদে গামছায় ঝুলতে দেখা যায়।
|
উত্তরাখণ্ডে দুর্গতদের ত্রাণ দিল সিপিএমের রায়গঞ্জ লোকাল কমিটি। উত্তর দিনাজপুর জেলা দফতরে বৈঠকে যোগ দিতে আসা কেন্দ্রীয় কমিটি সদস্য মহম্মদ সেলিমের হাতে রবিবার সাড়ে ৫ হাজার টাকা দেওয়া হয়। হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের তরফে উত্তরাখণ্ডের দুর্গতদের সাহায্যে ৫ হাজার টাকার একটি চেক পাঠানো হয়েছে। |