সিমলাপালে জন্ডিস
নিজস্ব সংবাদদাতা • সিমলাপাল |
জন্ডিসের প্রকোপ দেখা দিয়েছে সিমলাপাল থানার কৃষ্ণপুর গ্রামে। ইতিমধ্যে এক স্কুল ছাত্রী-সহ দু’জনের মৃত্যু হয়েছে। বহু বাসিন্দা জন্ডিসে আক্রান্ত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। শনিবার ডেপুটি সিএমওএইচ (২) দেবাশিস রায়ের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম ওই গ্রামে গিয়ে অসুস্থদের স্বাস্থ্য পরীক্ষা করেন। দেবাশিসবাবু বলেন, “কিছু দিন আগে কৃষ্ণপুর গ্রামের দু’জন জন্ডিসে অসুস্থ হয়ে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁদের মৃত্যু হয়। ওই গ্রামের ১১০ জনের স্বাস্থ্য পরীক্ষা করে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।” গ্রামের নলকূপ, পুকুর ও ডোবায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে বলে তিনি জানান। সিমলাপালের বিএমওএইচ মহুয়া মহান্তি বলেন, “জন্ডিসে অসুস্থদের মধ্যে সুনীল রায় (২১) ও মামণি রায় (১৬) নামে দু’জনের মৃত্যু হয়েছে। অন্য অসুস্থদের চিকিৎসা চলছে।” এলাকার জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা দিলীপ পণ্ডা বলেন, “ওই গ্রামে একটি মেডিক্যাল ক্যাম্প এবং পানীয় জলের ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য দফতরের কাছে আমরা দাবি জানিয়েছি।” বিডিও সৌম্যব্রত বন্দ্যোপাধ্যায় জানান, কৃষ্ণপুরে শনিবার থেকে পানীয় জল ভর্তি গাড়ি পাঠানো হচ্ছে।
|
চিকিৎসকদের কর্মশালা দুর্গাপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুরের একটি নার্সিংহোমে এন্ড্রোলজিক্যাল ওয়ার্কশপ হয়ে গেল শনিবার। হাজির ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক পিএস চন্দ্র এবং এসএসকেএমের চিকিৎসক দিলীপ পাল। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমের চিকিৎসকেরাও এই ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন। চিকিৎসকেরা এ দিন জানিয়েছেন, দূষণের ফলে কিডনি ও রেচনজনিত সমস্যা বেড়েছে। কিডনিতে পাথর, প্রস্টেটের সমস্যা প্রভৃতি রোগে প্রচলিত পদ্ধতিতে অস্ত্রোপচার না করে কিভাবে মাইক্রোসার্জারির মাধ্যমে সমস্যা দূর করা যায় তা ওয়ার্কশপে লাইভ অস্ত্রোপচার করে দেখানো হয়।
|
গর্ভ ভাড়ায় নতুন বিল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
গর্ভ ভাড়া দেওয়া মায়েদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। সহায়ক প্রজনন প্রযুক্তি বিলে প্রস্তাব করা হয়েছে, নিজের সন্তান এবং অন্যের সন্তান মিলিয়ে তিন বারের বেশি মা হওয়া যাবে না। অর্থাৎ কারও যদি নিজের দু’টি সন্তান থাকে, তা হলে তিনি এক বারের বেশি গর্ভ ভাড়া দিতে পারবেন না। এবং দুই গর্ভধারণের মাঝখানে অন্তত দু’বছরের ব্যবধান রাখতে হবে।
|
ডায়েরিয়ার প্রকোপ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুরের কিসমৎআঙ্গুয়া ও গোয়ালতোড়ের শোর্ষাবেড়িয়ায়। ওই দুটি এলাকায় মোট বারোজন আক্রান্ত হয়েছেন। এলাকায় মেডিক্যাল টিম পাঠিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। আক্রান্তদের সকলেই চিকিৎসাধীন।
|
শ্লীলতাহানিতে অভিযুক্ত ডাক্তার |
চিকিৎসক সংগঠনের অনুষ্ঠানে এক ডাক্তারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শনিবার রাতের ওই ঘটনায় রবিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানায়, শনিবার রাতে গঙ্গাবক্ষে একটি হোটেলে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-র অনুষ্ঠান চলছিল। সেখানে এক মদ্যপ ডাক্তার অন্য এক মহিলা ডাক্তারের সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। অন্যেরা মদ্যপ ডাক্তারকে বাধা দেন। রবিবার সকালে আইএমএ-র রাজ্য সম্পাদক শান্তনু সেন উত্তর বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। শান্তনুবাবু জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না। অন্যদের কাছ থেকে রাতেই বিষয়টি শোনেন। তিনি বলেন, “অভিযুক্ত চিকিৎসক আর জি কর হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগে কর্মরত।” |