বাগনানে অনুষ্ঠিত হল নজরুল জন্মোত্সব ও সারা বাংলা সাহিত্য সম্মেলন। খাদিনানের গৌর সেমিনার হলে লিখতে পড়তে শেখান ও সাহিত্য সেবক পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন তারক রায় ও প্রণবেন্দু বিশ্বাস। উপস্থিত ছিলেন গীতিকার নীহার চট্টোপাধ্যায়, ফুটবলার মহম্মদ ইসমাইল, শিক্ষাবিদ তথা প্রাক্তন শিক্ষক পরিমল ঘোষ, অধ্যাপক অজিত কুমার কর প্রমুখ। অনুষ্ঠানে ছিল নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, গীতিনাট্য, নৃত্যনাট্যের আসর। ছিল গুণীজন সংবর্ধনা।
|
কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হল উলুবেড়িয়ায়। শনিবার বিকেলে উলুবেড়িয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাসুদেবপুর রামকৃষ্ণ বিদ্যামন্দিরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় তিনশো জন ছাত্রছাত্রীর হাতে বই ও শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মহম্মদ জাহির আব্বাস, শিক্ষক অরবিন্দ খাঁড়া, সমীরণ গঙ্গোপাধ্যায় প্রমুখ।
|
সম্প্রতি বর্ষাবরণ অনুষ্ঠান হল উদয়নারায়ণপুরে। উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরের সংস্কৃতি পরিষদের উদ্যোগে ভবানীপুর মাল্টিপারপাস প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নিমাই আদক। অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনাথের বর্ষার গান, বর্ষার কবিতা আবৃত্তি ও নৃত্যের আসর। ছিল কালিদাসের মেঘদূতম কাব্যের বর্ষার প্রসঙ্গ নিয়ে আলোচনার আসর। |