টুকরো খবর
ঝাড়খণ্ড মন্ত্রিসভায় নতুন ছয় মন্ত্রী
ঝাড়খণ্ড মন্ত্রিসভার সম্প্রসারণ করা হল। রবিবার রাজভবনে নবনিযুক্ত মন্ত্রীদের
শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সৈয়দ আহমেদ। ছবি: মুন্না কামদা
ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস জোট সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল। রবিবার রাজভবনে নবনিয়ুক্ত ছ’জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল সৈয়দ আহমেদ। আজ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জেএমএম-এর চম্পাই সোরেন, হাজি হুসেন আনসারি, সাইমন মরাণ্ডি, জয়প্রকাশ পটেল, কংগ্রেসের গীতশ্রী ওঁরাও, আরজেডি-র সুরেশ পাসোয়ান। ১৩ জুলাই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন হেমন্ত সোরেন। তাঁর সঙ্গে কংগ্রেসের রাজেন্দ্রপ্রসাদ সিংহ এবং আরজেডি-র অন্নপূর্ণাদেবী পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। ঝাড়খণ্ড মন্ত্রিসভায় সর্বাধিক ১২ মন্ত্রী থাকতে পারেন। সেই সংখ্যা পৌঁছলো ৯ জনে। জোটের শর্ত অনুযায়ী বাকি তিনজন মন্ত্রী হবেন কংগ্রেস শিবির থেকে।

সেনা টহলে বাধা চিনাদের
মাস তিনেক আগে লাদাখের দৌলতবেগ সেক্টরে ঢুকে ২১ দিন ধরে ঘাঁটি গেড়ে বসেছিল চিনা সেনা। এ বার সরাসরি ভারতীয় ভূখণ্ডে ভারতীয় সেনার টহলদারিতেই তারা বাধা দিয়েছে বলে অভিযোগ। সরকারি সূত্র জানাচ্ছে, গত সপ্তাহে উত্তর লাদাখের ট্রেড জংশন এলাকা থেকে ১৪ কিলোমিটার উঁচুতে প্রকৃত নিয়ন্ত্ররেখা বরাবর দু’টি ঘাঁটি পর্যন্ত টহলদারিতে (যার পোশাকি নাম ‘তিরঙ্গা) বেরিয়েছিল ভারতীয় বাহিনী। সেই সময়েই গাড়িতে চড়ে হাজির হয় চিনা সেনা। জওয়ানদের একটি ব্যানার দেখিয়ে বলা হয়, তাঁরা চিনা ভূখণ্ডে ঢুকে পড়েছেন। দাবি নাকচ করে সূত্রটি জানান, সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ঘাঁটি তৈরি করেছে চিনা সেনা।

বিধায়ককে গণপিটুনি
নিজের কেন্দ্রেই গণপিটুনিতে আহত হলেন বিধায়ক আমিনুল ইসলাম। কাল রাতে অসমের ধিং এলাকায়। একটি মাদ্রাসায় ইফ্তার সেরে ফেরার সময় শ’দুয়েক মানুষ তাঁর গাড়ি আটকায়। অভিযোগ, বিধায়ককে মারধর করা হয়। পালিয়ে থানায় আশ্রয় নেন তিনি। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ওই এলাকা পরিদর্শন করেননি বিধায়ক। অনেক সমস্যা থাকলেও তার সুরাহা হয়নি।

বিদেশে উচ্চশিক্ষায় যৌনপল্লির মেয়ে
অন্ধকার জগত পেরিয়ে অবশেষে মিলল আলোর দিশা। কামাথিপুরা যৌন পল্লিতে বড় হয়ে ওঠা মেয়ে, বছর আঠারোর শ্বেতা কাট্টি রওনা হল নিউ ইয়র্কের উদ্দেশে। স্নাতক স্তরের পড়াশোনা সারতে। বার্ড কলেজে মনোবিদ্যা নিয়ে ভর্তি হয়েছে সে। স্বপ্ন, পড়াশোনা শেষে এ দেশেই নারী শিক্ষা প্রসারে সক্রিয় অংশ নেবে।

বৃত্তি লাভ গাড়িচালকের মেয়ের
দারিদ্রের ছায়া কখনও পড়তে দেননি ছেলেমেয়ের পড়াশোনায়। আর আজ তারই সুফল ভোগ করছেন পেশায় গাড়িচালক সুরেশপাল। তাঁর বড় মেয়ে পুনম ধুল ৫০,০০০ ডলার মার্কিন বৃত্তি পেয়েছে। খুব শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যায় পিএঐইচডি কোর্সে ভর্তি হবেন তিনি।

গ্রেফতার ডাকাত দল
আয়কর দফতরের কর্মী সেজে ব্যবসায়ীকে লুঠ করার ঘটনায় অভিযুক্ত ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। জুলাইয়ের ১৮ তারিখ এক হিন্দি সিনেমার অনুকরণে দিল্লির এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে ১.৫ কোটি টাকা লুঠ করে চম্পট দেয় তারা।

জয়ললিতার চিঠি
দিল্লি সফরের সময় ডিজিপি কে রামানুজমের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় জড়িতের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.