চাল ‘চুরি’, গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
মিড-ডে মিলের চাল চুরির অভিযোগে স্কুল পরিচালন কমিটির এক সদস্য-সহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী। শনিবার ময়ূরেশ্বরের পারুলিয়া হাইস্কুলের ঘটনা। প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে পুলিশ পরিচালন কমিটির সদস্য বিবেকানন্দ মুখোপাধ্যায়, অজিত সাহা, ভাদু মুর্মুকে ধরেছে। ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও বিশ্বনাথ চক্রবর্তী বলেন, “খবর পেয়েই প্রধান শিক্ষককে থানায় অভিযোগ জানাতে বলি। বিষয়টি সংশ্লিষ্ট সহকারী স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) নজরে এনেছি।” শুক্রবার রাতেই গ্রামবাসীর একাংশ স্কুল পরিচালন কমিটির ওই সদস্যকে চাল চুরির ঘটনায় হাতেনাতে ধরেন। চাল চুরিতে সাহায্য করার অভিযোগে গ্রামেরই এক ব্যবসায়ীর ছেলে ও তার সঙ্গীকেও তাঁরা শনিবার পুলিশের হাতে তুলে দেন। প্রধান শিক্ষক শুভাশিস মুখোপাধ্যায় বলেন, “অসুস্থতার কারণে শনিবার স্কুলে যাইনি। কী নিয়ে ওই ঘটনা ঘটেছে তা খোঁজ না নিয়ে বলতে পারব না। তবে থানায় অভিযোগ জানিয়েছি।” কোনও মন্তব্য করতে চাননি স্কুল পরিচালন কমিটির সম্পাদক মিলন ঘোষ। যদিও স্কুলের শিক্ষাকর্মী তাপস মণ্ডলের দাবি, “যতদূর জানি ওখানে মজুত থাকা খারাপ চালই ফেলা হচ্ছিল।”
|
তার চুরি, ব্যাহত টেলি-পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর
|
অপটিক্যাল ফাইবার চুরি যাওয়ায় দুবরাজপুরে বিপর্যস্ত হয়ে পড়েছে বিএসএনএলের টেলি-পরিষেবা। রবিবার বিকেল পর্যন্ত প্রায় ৩০ ঘণ্টা দুবরাজপুর শহর, হেতমপুর ও আশপাশ অঞ্চলের ওই সংস্থার ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হওয়ায় চুড়ান্ত অসুবিধায় পড়েছেন গ্রাহকেরা। কতক্ষণে স্বাভাবিক পরিষেবা মিলবে সে ব্যাপারে কোনও স্পষ্ট সংকেত না পাওয়ায় ক্ষুব্ধ তাঁরা। সব থেকে সমস্যা ইন্টারনেট পরিষেবা না পাওয়ার জন্যই। দফতর সূত্রের খবর, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের, চিনপাই থেকে দুবরাজপুরের মধ্যে তার চুরি হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। বিএএনএলের জেনারেল ম্যানেজার সুব্রত মুখোপাধ্যায় বলেন, “কাজ চলছে। আশাকরি দ্রুত সমস্যা মিটে যাবে।” |