বনধের দ্বিতীয় দিনেও অশান্ত পাহাড় |
গোর্খাল্যান্ডের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা অনির্দিষ্ট কালের বনধ শুরু হওয়ার দ্বিতীয় দিনেও পাহাড়ে উত্তেজনার পারদ চড়া। মোর্চার কর্মী-সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদে পাহাড় জুড়ে প্রতিবাদে মুখর তাঁরা। পাহাড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে এখনও পর্যন্ত মোর্চার ১২ জন কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। মিরিকের বাংলোয় আগুন লাগানোর অভিযোগে এর মধ্যে আরও ২ জনকে আটক করা হয়েছে। তাকদায় নতুন পর্যটন বাংলোয় আগুন লাগানোর চেষ্টার অভিযোগে ধৃত তিন মোর্চা-কর্মী। এ ছাড়া জাতীয় সড়ক অবরোধে চার মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ দার্জিলিং আদালতে পেশ করা হয়। ধৃতদের মুক্তির দাবিতে দার্জিলিঙের বিভিন্ন থানা-সহ সদর থানা ও জেলা দায়রা আদালতে এজলাসের সামনে বিক্ষোভ দেখায় মোর্চার সমর্থকেরা। মোর্চা সভাপতি বিমল গুরুং জানিয়েছেন, সোমবার থেকে আন্দোলন আরও জোরদার করা হবে।
এ বিষয়ে আজ নয়াদিল্লিতে সি পি জোশীর সঙ্গে বৈঠকে
বসেন মোর্চার শীর্ষ নেতারা।
|
কাটোয়ায় ধর্ষণে বাধায় খুন তরুণীর দুই দাদা |
বারাসত-কাণ্ডের পুনরাবৃত্তি কাটোয়ার দাঁইহাটের নসিপুরে। ২০১১ সালে বারাসতের রিঙ্কু দাসের শ্লীলতাহানি রুখতে ভাই রাজীব দাসের মতোই আদিবাসী বোনেদের ধর্ষণে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাল তাদের দুই দাদা। ওই পরিবারের অভিযোগ, গত কাল গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীদের ধর্ষণ ও অপহরণের চেষ্টা করে অজ্ঞাতপরিচয় চার জন দুষ্কৃতীরা। ওই পরিবারের তরফে জানানো হয়েছে, কাপড়ে মুখ ঢেকে এসেছিল দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তে নেমেছে কাটোয়া থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকার মানুষের অভিযোগ, মাস দু’য়েক আগেও একই ভাবে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। কিন্তু সে ঘটনার এখনও পর্যন্ত কোনও কিনারা করতে পারেনি পুলিশ। এলাকায় ফের একই ধরনের ঘটনার পুলিশী নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন স্থানীয় মানুষজন। |