|
|
|
|
টুকরো খবর |
তৃণমূল নেতার রক্ষীর গুলিতে দুষ্কৃতীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাস্তায় গাছ ফেলে গাড়ি আটকে ছিনতাইয়ের ছক কষেছিল দুষ্কৃতীরা। টের পায়নি যে গাড়িটিকে তারা নিশানা করেছে, সেটি তৃণমূলের নয়াগ্রাম ব্লক সভাপতি উজ্জ্বল দত্তের। উজ্জ্বলবাবুর সঙ্গে ছিলেন সশস্ত্র নিরাপত্তারক্ষী। পরিস্থিতি দেখে তিনি গুলি চালান। মৃত্যু হয় এক দুষ্কৃতীর। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বেলদার আসদাবাদের কাছে। পুলিশ জানিয়েছে, নিহত ঝাঁপু নায়েকের (২৪) বাড়ি বেলদার রাধানগর গ্রামে। ঘটনার পরে উজ্জ্বলবাবু থানায় লিখিত অভিযোগ করেন। তবে এ দিন বহু চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। শনিবার মেদিনীপুরে তৃণমূলের ব্লক সভাপতিদের বৈঠকেও গরহাজির ছিলেন তিনি। তবে থানায় লিখিত অভিযোগে উজ্জ্বলবাবু জানিয়েছেন, জনা দশেক দুষ্কৃতী চড়াও হয়েছিল। পরিস্থিতির মোকাবিলায় তাঁর নিরাপত্তারক্ষী গুলি চালাতে বাধ্য হন। এসডিপিও (খড়্গপুর) দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “উজ্জ্বলবাবুর নিরাপত্তারক্ষীর গুলিতে এক জন দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।” জানা গিয়েছে, শুক্রবার সাংসদ শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে কাঁথি গিয়েছিলেন উজ্জ্বলবাবু। বেলদার দেউলির বাড়িতে ফেরার পথে রাত দেড়টা নাগাদ আসদাবাদের কাছে তাঁর গাড়ি আটকানো হয়। গাড়ি থামতেই লাঠি দিয়ে হেডলাইট ভেঙে দেয় দুষ্কৃতীরা। গাড়ির দরজা খোলার চেষ্টা করে। থানায় লিখিত অভিযোগে উজ্জ্বলবাবু জানিয়েছেন, পরিস্থিতি দেখে গাড়ির কাচ নামিয়ে ৪ রাউন্ড গুলি চালান তাঁর নিরাপত্তারক্ষী দীপক কেশরি। ঝাড়গ্রাম পুলিশ জেলার কর্মী দীপকবাবু বর্তমানে উজ্জ্বলবাবুর নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
দু’টি পা কাটা অবস্থায় রেললাইনের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। শনিবার সকালে তমলুক শহর লাগোয়া তালপুকুর লেভেল ক্রসিংয়ের কাছে দক্ষিণ-পূর্ব রেলের তমলুক ও কেশবপুর স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে শক্তিপদ জানা (৩০) নামে ওই যুবকের দেহটি উদ্ধার করে রেল পুলিশ। তাঁর বাড়ি নন্দকুমার থানার বিরিঞ্চিবসান গ্রামে। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, পেশায় ব্যবসায়ী ওই যুবক শুক্রবার রাতে তমলুক শহর থেকে হেঁটে বাড়ি ফেরার সময়ে ওই লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। মালগাড়ির তলায় পড়ে তাঁর দু’টি পা কেটে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। |
|
|
|
|
|