টুকরো খবর
প্রতারণায় ধৃত দম্পতি
প্রতারণার দায়ে এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে, শুক্রবার কাটোয়া শহরের নিশানতলার পাতালপুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কৌশিক চট্টোপাধ্যায় ও সুলক্ষণা চট্টোপাধ্যায়। এ দিনই ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক কৌশিকবাবুকে ৬ দিন পুলিশ হেফাজত ও সুলক্ষণাদেবীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, কৌশিকবাবুর বাবা কৃপানাথ চট্টোপাধ্যায়ও এই ঘটনায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৌশিকবাবু জাল নথিপত্র দেখিয়ে কাটোয়া শহরের আতুহাট পাড়ায় একটি জমি বিক্রি করেছিলেন। ২ লক্ষ ৪২ হাজার টাকার বিনিময়ে জমিটি কিনেছিলেন কেতুগ্রামের পালিটা গ্রামের সুচাঁদ দাস ও সাধনা দাস নামে এক দম্পতি। ওই দম্পতি পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, জমি নিবন্ধ করার জন্য (রেজিস্ট্রি) ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে গিয়ে তিনি জানতে পারেন, জমিটি আদপে কৌশিকবাবুর নয়। ওই জমির প্রকৃত মালিক কাটোয়া শহরের সার্কাস ময়দানের বাসিন্দা অরিন্দম রায়। ওই দম্পতির অভিযোগ, টাকা ফেরত চাওয়ার জন্য তাদের হেনস্তা করা হয়েছে।

শুরু নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া
জেলার গ্রাম পঞ্চায়েতগুলির নতুন বোর্ড গঠন শুরুর প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন। পঞ্চায়েতগুলির ক্ষেত্রে ১৬ অগাস্ট ও পঞ্চায়েত সমিতিগুলির ক্ষেত্রে ২২ অগাস্ট থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা। জেলা পরিষদে নতুন বোর্ড তৈরি হতে পারে এই মাসের শেষ দিকে। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “তিন-চার দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েত ও দু’দিনের মধ্যে পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড গঠনের ব্যাপারে বিডিওদের উদ্যোগী হতে বলা হয়েছে। নতুন বোর্ডগুলি কী ভাবে গঠিত হবে সে বিষয়ে এ দিন মহকুমাশাসক ও বিডিওদের সঙ্গে ভিডিও-বৈঠক করা হয়েছে।” জেলাশাসক আরোও জানান, বর্ধমান জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত হতে পারে এই মাসের ২৯ তারিখে। তবে এই ব্যাপারে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারির পরেই তা সম্ভব বলে জানিয়েছেন তিনি। এ দিনের বৈঠকে জেলা জুড়ে নানা উন্নয়নের কাজ তথা প্রকল্প চালু করতেও নির্দেশ দিয়েছেন জেলাশাসক। তিনি বলেছেন, “গত এপ্রিল থেকেই জেলার প্রায় সমস্ত ব্লকে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়েছিল। ফলে গ্রামীন মানুষের নানা সমস্যা হচ্ছিল। তাই পঞ্চায়েত ভোট শেষের পরেই প্রকল্পগুলিকে দ্রুত চালু করতে বলা হয়েছে।”

মেমারিতে ফের ভোটে জয়ী তৃণমূল
বর্ধমানের মেমারিতে পঞ্চায়েতের পুনর্নির্বাচনে প্রায় একচ্ছত্র জয় পেল তৃণমূল। মন্তেশ্বরের একটি গ্রাম পঞ্চায়েত আসনও তারা জিতেছে। তবে হুগলির জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরায় গ্রাম পঞ্চায়েত আসনে জিতেছে সিপিএম। গত ২৯ জুলাই ভোট গণনাকেন্দ্র থেকে ব্যালট ছিনতাই হওয়ায় মেমারি ২ ব্লকের ৫৫টি বুথে ফের গ্রাম পঞ্চায়েতের ভোট নেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি স্তরের ব্যালট ছিনতাই হয়নি। কিন্তু সেগুলিরও গণনা স্থগিত রাখা হয়। একই কারণে মন্তেশ্বর ও জাঙ্গিপাড়ার একটি করে বুথেও বৃহস্পতিবার ফের ভোট নেওয়া হয়। গণনার পরে কমিশন জানায়, মেমারি ২ ব্লকের ন’টি পঞ্চায়েতেরই জিতেছে তৃণমূল। মোট ১১৫টি আসনের মধ্যে তারা পেয়েছে ৯৬টি। বামফ্রন্ট ১৭টি, সিপিআই (এম-এল) লিবারেশন একটি, নির্দল একটি আসন পেয়েছে। মেমারি ২ পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ১৮টি, বাকি সিপিএম। মন্তেশ্বরে ঝুলে থাকা একটি আসনে জেতায় মামুদপুর ২ গ্রাম পঞ্চায়েত শাসকদলের দখলে গিয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত দুই
দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার বর্ধমান-আরামবাগ রোডের উপর কলেজ মোড়ের কাছে মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর। মৃতের নাম সুপ্রভাত ভদ্র ওরফে তোতন (৩৭)। পুলিশ জানায়, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়। সেখান থেকে কলকাতায় পাঠানোর সময় পথেই মারা যান তিনি। অন্যদিকে, বর্ধমান থানার হাটপান্ডা গ্রামে বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক বালিকার। বৃহস্পতিবার বর্ধমান-কালনা রোডের ঘটনা। মৃতের নাম চন্দনা সব্বর (৮)। পুলিশ জানায়, রাস্তার উপর খেলা করার সময়ে বর্ধমানগামী একটি বাইক ওই বালিকাকে ধাক্কা মারে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ওই বালিকার।

অস্ত্র-সহ ধৃত
অস্ত্র-সহ কাটোয়া কলেজের ভিতর থেকে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম বিজয় হরিজন, কার্তিক হালদার ও জয়ন্ত বৈরাগ্য। তাদের মধ্যে বিজয় ও কার্তিক কাটোয়া কলেজের ছাত্র। জয়ন্ত পেশায় ট্যাক্সিচালক। তিনজনেরই বাড়ি কাটোয়া শহরের বিবেকানন্দ পল্লীতে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ১টি নাইনএমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ছাত্রদের কাছে কীভাবে অস্ত্র এল সেটা তদন্ত করে দেখছে পুলিশ।

যুবকের দেহ উদ্ধার
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। শুক্রবার নিজের ঘরে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ মেলে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম সুজিত মন্ডল (২৬)। বাড়ি বর্ধমান, কাঞ্চননগরে। সুজিতবাবু পেশায় সাইকেল মিস্ত্রি ছিলেন। পুলিশ ও প্রতিবেশীদের অনুমান, স্ত্রী তাঁকে ছেড়ে উত্তর ২৪ পরগনার বারাসতে বাপের বাড়ি চলে যাওয়ায় হতাশাতেই আত্মঘাতী হন তিনি।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
স্টোভ ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান শহরের বিজয়রামের ক্যানেল পাড় এলাকায়। মৃতের নাম পিঙ্কি খাতুন (১৭)। সে বর্ধমান সাধনপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চা বানাতে গিয়ে স্টোভ ফেটে গুরুতর আহত হয় সে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.