নানা অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় দিনের বেলায় দুই যুবককে গুলি করল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে মালদহ থানার পুরাতন মালদহ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নবাবগঞ্জে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গুলিবিদ্ধ সুদেব সরকার ও হংসনাথ দুবেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুদেবের পিঠে দুইটি গুলি লেগেছে। হংসনাথ দুবের বাঁ পায়ে গুলি লাগে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান বিশ্বনাথ শুকুল বলেন, “পুলিশি নিষ্ক্রিয়তায় এলাকায় ছিনতাইবাজদের বাড় বাড়ন্ত হয়েছে। এ সবের প্রতিবাদ করতে গিয়ে দুই জনকে গুলি খেতে হয়েছে।” স্থানীয় কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার বলেন, “পুলিশকে দীর্ঘদিন ধরে ব্যবস্থা নিতে বলেছি। কিছুই হচ্ছে না। দিনেদুপুরে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। নিষ্ক্রিয়তার প্রতিবাদে দ্রুত মালদহ থানা ঘেরাও করা হবে।”
জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ছিনতাই, চুরির প্রতিবাদে দুষ্কৃতীরা দুইজন যুবককে গুলি করেছে। দুষ্কৃতীদের ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবাবগঞ্জ এবং লাগোয়া এলাকায় ৯-১০ জনের একটি দল এলাকায় চুরি ছিনতাই করছে। রাতের বেলায় তো বটেই, দিনের বেলাও একই অবস্থায়। রাঙামাটির বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী সুদেব সরকার ও বয়লার মিস্ত্রি হংসনাথ দুবে বিষয়টি নিয়ে সরব হন। সম্প্রতি দুষ্কৃতীদের কয়েক জনের সঙ্গে তাঁদের গোলমালও হয়। এদিন দু’জন রাঙামাটি থেকে নবাবগঞ্জ দিকে যাচ্ছিলেন। নবাবগঞ্জের কাছেই দুষ্কৃতীরা তাঁদের ঘিরে ধরে গুলি চালাতে থাকে। তাঁরা মাটিতে লুটিয়ে পড়তেই দুষ্কৃতীরা কালুয়াদিঘির দিকে পালায়। বাসিন্দারা জখমদের মেডিক্যাল কলেজে ভর্তি করান। হাসপাতালে শুয়ে গুলিবিদ্ধ সুদেব বলেন, “স্থানীয় এক যুবকের নেতৃত্বে দলটি গড়ে উঠেছে। গত সপ্তাহেই আমাদের এক বন্ধুর টাকা ছিনতাই করে দলটি। এ দিন আমাদের দেখে হামলা চালায়।” গুলিবিদ্ধ হংসনাথ দুবে বলেন, “অল্পের জন্য বেঁচেছি। ওঁরা আমাদের খুন করতে চেয়েছিল। পুলিশ ব্যবস্থা না নিলে এলাকায় অবস্থায় ভয়ঙ্কর হয়ে যাবে।” এলাকার বাসিন্দারা জানান, ভয়ে কেউ দলটি বিরুদ্ধে মুখ খোলে না। কেউ খুলেই দুষ্কৃতীরা হুমকি দেয়। হামলা করে। এদিনের পর পুলিশ-প্রশাসনই ভরসা। |