২ নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • পাথরপ্রতিমা ও কৃষ্ণনগর |
দুই জেলার দুই নাবালিকার বিয়ে রুখল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুরের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল শুক্রবার সন্ধ্যায়। পাত্র নামখানার দিনমজুর। কিন্তু সকালে এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থা বিডিও অচিন্ত্য হাজরার কাছে অভিযোগ জানালে তিনি পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ গিয়ে বিয়ে আটকায়। পুলিশ সূত্রে খবর, বাবা মারা যাওয়ার পর লক্ষ্মীনারায়ণপুরে মামাবাড়িতে মায়ের সঙ্গে থাকত ছাত্রীটি। বিয়ে ঠিক করেন তার দাদু। যদিও বিয়েতে ছাত্রীটির মায়ের মত ছিল না। অন্য ঘটনাটি নদিয়ার কানাইপুরের। বৃহস্পতিবার রাতে সেখানকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দেখতে এসে পছন্দ হয় বাদকুল্লার এক যুবকের। রাতেই বিয়ের বন্দোবস্ত হয়ে যায়। কিন্তু স্থানীয়রা খবর দেন জেলা শিশুকল্যাণ সমিতিকে। খবর পেয়ে পুলিশ বিয়ে আটকায়। জেলা শিশুকল্যাণ সমিতির চেয়ারপার্সন রিনা মুখোপাধ্যায় বলেন, “নাবালিকার বিয়ের খবর পেতেই পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে বিয়ে আটকেছে।’’
|
বিএসএনএল পরিষেবা ব্যাহত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দক্ষিণ শহরতলির জোকা থেকে ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমা এলাকায় বিএসএনএল টেলিফোন ও ব্রডব্যান্ড পরিষেবা বৃহস্পতিবার রাত থেকে বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে মার খেয়েছে ব্যাঙ্ক ও অন্যান্য জরুরি পরিষেবা। বিএসএনএল ও মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, জোকার কাছে মেট্রো সম্প্রসারণের কাজের সময় বিএসএনএলের বেশ কয়েকটি কেবল কেটে গিয়েই এই বিপত্তি ঘটেছে। ওই কেবল মেরামতের কাজ শুরু করা হয়েছে বিএসএনএল সূত্রে খবর। বিএসএনএলের চিফ জেনারেল ম্যানেজার গৌতম চক্রবর্তী বলেন, “ওই এলাকায় কেবল মেরামতের কাজ শুরু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে দু-তিন দিন সময় লাগবে।”
|
রাস্তা বাড়াতে ৬১ কোটি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিমানবন্দর থেকে বারাসত ডাকবাংলো মোড় পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার রাস্তা চওড়া করার জন্য কেন্দ্র ৬১ কোটি টাকা বরাদ্দ করেছে। বর্ষার পরেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ওই অংশে সম্প্রসারণের কাজ শুরু হবে। রাজ্যের পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার বলেন, “রাস্তা বাড়াতে কেন্দ্রের কাছে অর্থ চেয়েছিলাম। ওরা টাকা দেবে বলেছে।” বুধবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের বৈঠকে রাজ্যের পূর্তসচিব ইন্দিবর পাণ্ডে-সহ পূর্তকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার পরে সড়ক পরিবহণ মন্ত্রক প্রকল্পটি অনুমোদন করে। |