টুকরো খবর |
স্ত্রীকে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বিবাহ বর্হিভূত সর্ম্পকে বাধা দেওয়ার জন্য এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। কান্দির পুরন্দরপুর গ্রামের মৃত ওই মহিলার নাম জুম্মাতুন নেসা (৩৫)। পুলিশ জানায়, মৃতার স্বামী ফারুক শেখের সঙ্গে পড়শি এক মহিলার সম্পর্ক গড়ে ওঠে। জুম্মাতুন নেসা মাস ছ’য়েক আগে তা জানতে পারেন। এ নিয়ে সংসারে নিত্য অশান্তি লেগেই থাকত। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে জুম্মাতুন তাঁর বাবা বাড়ি কান্দির হরিনগর গ্রামে চলে যান। কিছুদিন আগে বাড়ি স্বামীর ঘরে ফেরেন তিনি। আবার শুরু হয় তাঁর উপর অত্যাচার। বৃহস্পতিবার রাতেও অভিযুক্ত ফারুক তার চার শাগরেদকে সঙ্গে নিয়ে ওই মহিলার উপর চড়াও হয় বলে অভিযোগ। মৃতার বাবা নজরুল শেখ বলেন, “জামাইয়ের বিবাহ বর্হিভূত সম্পর্ক নিয়ে প্রতিবাদ করত। তাতেই মেয়েকে খুুন করা হল। পুলিশের কাছে চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছি।” কান্দির আইসি কৌশিক ঘোষ বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি হচ্ছে।”
|
ছাত্রীকে কোপ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
প্রেমে প্রত্যাখাত হয়ে এক কলেজ ছাত্রীর মাথার চুল কেটে দিল এক যুবক। বাধা দিতে গেলে ওই পড়ুয়ার হাতে হাঁসুয়ার কোপও মারা হয়। চাপড়ার বাগবেড়িয়ার বাসিন্দা ওই ছাত্রী বাস থেকে নেমে বন্ধুদের সঙ্গে হেঁটে মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ী কলেজে যাচ্ছিলেন। কলেজে ঢোকার মুখে আচমকা এক যুবক ওই ছাত্রীর উপর চড়াও হয়। জখম ওই কলেজ-ছাত্রীকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁকে ছেড়েও দেওয়া হয়। আক্রান্ত ছাত্রীটি বলেন, “বছর খানেক আগে মথুরাপুরে এক আত্মীয়ের বিয়েতে ওই যুবক আমাকে প্রেম প্রস্তাব দেয়। আমি প্রত্যাখান করি। তারপর আমার নম্বর জোগাড় করে কুপ্রস্তাবও দিতে থাকে। আমি নম্বর পরিবর্তন করি। তাতেও কিছু হয়নি।”
|
রাজনীতির ঊর্ধ্বে |
|
বগুলায় ছাত্রী খুনের প্রতিবাদে পা মেলালেন দল-মত নির্বিশেষে সকলে। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
গাঁজা-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ফকাক্কার এনটিপিসি মোড়ে সাড়ে বৃহস্পতিবার রাতে সাত কেজি গাঁজা সহ সেকেন্দ্রার আলি এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি বিহারের ভাগলপুরে। পুলিশ জানায়, বছর দেড়েক আগে এনটিপিসি মোড়ে মানব সাহা এক ব্যবসায়ীকে খুন করে দুষ্কৃতীরা। ওই খুনে অন্যতম অভিযুক্ত সেকেন্দ্রার আলি দীর্ঘদিন ফেরার ছিল। এ দিন রাতে সে গাঁজা সহ বহরমপুরগামী একটি বাসে উঠতে গেলে পুলিশের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়।
|
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে কেন্নো মেলায় উত্তেজনা তৈরি হল শান্তিপুরের নৃসিংহপুর এলাকায়। ওই কেন্দ্রের দিদিমনি হলেন জেলা পরিষদের সদস্য কংগ্রেসের নিমাই বিশ্বাসের স্ত্রী মৃণালিনী বিশ্বাস। মৃণালিনীদেবীর এক প্রতিবেশীর বাড়িতে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বসে। রান্না হয় মৃণালিনীদেবীর বাড়িতেই। শুক্রবার রান্না শেষে ভাতের মধ্যে মরা কেন্নো দেখা যায়। এলাকার বাসিন্দা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণকান্ত বর্মন বলেন, “খোলা জায়গায় খাবার রান্না হয়। কতটা অসতর্ক না হলে খাবারে কেন্নো মেলে।” নিমাইবাবু অবশ্য বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমাকে ফাঁসানোর জন্য আমার স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে খাবারে কেন্নো ফেলেছে তৃণমূলের লোকজন।”
|
অধীরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
জেলা কংগ্রেস সভাপতি তথা রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের মামলা দায়ের করল আদালত। শুক্রবার মুর্শিদাবাদের সিজেএম আদালতের প্রথম বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় ওই নির্দেশ দেন। জেলার এসপি হুমায়ুন কবীর বলেন, “ভোটের দিন (গত ২২ জুলাই) শক্তিপুর থানায় একটি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের হয়।” অধীর বলেন, “আমিও চাই, বিষয়টি নিয়ে ভাল ভাবে তদন্ত হোক। জেলা প্রশাসনের অনুমতি নিয়েই ওই এলাকায় গাড়ি নিয়ে ঘুরেছি। রাজ্য সরকারের বিষয়টিও তদন্তে উঠে আসবে।”
|
প্রহারে মৃত্যু বিমাকর্মীর বাবার
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
গ্রাহকদের কাছে থেকে বিমার টাকা তুলেও তা আর জমা দিচ্ছেন না। এমনই অভিযোগে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের দেবকুণ্ডু গ্রামের জনা কয়েক গ্রাহক চড়াও হয়েছিলেন বিমা কর্মী আলমগির হুসেনের বাড়িতে। ছেলের খোঁজ করতে এসেছে দেখে বেরিয়ে এসেছিলেন আলমগিরের বাবা আজুল মজিদ (৭০)। বৃদ্ধের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন ওই গ্রামবাসীরা। বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায়। এই সময়ে পড়ে গিয়ে গুরুতর চোট লাগে আজুলের। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধেই মারা যান তিনি।
|
বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
দিনকে দিন উচ্চ শিক্ষার চাহিদা বাড়ছে। কিন্তু প্রথাগত শিক্ষার সুযোগ সকলের নাগালের মধ্যে নেই। শুক্রবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মুক্ত ও দূরশিক্ষা বিভাগের ভবনের শিল্যানাস করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ কথা বলেন। এ দিনের শিল্যানাস অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মহন্ত, রেজিস্ট্রার উৎপল ভট্টাচার্য সহ অনেকে। ব্রাত্যবাবু বলেন, “শিল্যানাসের পর খুব শ্রীঘ্রই কাজ শুরু হবে। ভবন নির্মানে ব্যয় হবে ৫ কোটি টাকা।
|
|
ফেরিওয়ালা। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়। |
বাস উল্টে জখম
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস উল্টে জখম হলেন সাত জন। আহতদের ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়েও দেওয়া হয়। |
দেহ উদ্ধার |
অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে থানারপাড়ার ঢোরাদহ শ্মশান সংলগ্ন এলাকা থেকে মুন্ডুহীন ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি শ্মশানের আশপাশে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। |
|