জঙ্গি হানার আশঙ্কায় উত্তর আফ্রিকা, পশ্চিম ও দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশগুলিতে আগামী ৪ অগস্ট, রবিবার মার্কিন দূতাবাস এবং কনস্যুলেট বন্ধ রাখা হবে। আজ এ কথা জানিয়েছে মার্কিন বিদেশ দফতর। শুধু রবিবারই নয়, প্রয়োজন মনে করলে তারা আরও কিছু দিন বন্ধ রাখবে দূতাবাস। মুসলিম প্রধান দেশগুলোয় শুক্রবার বন্ধ থাকে দূতাবাস। আর রবিবার পুরোদমে কাজ হয়। বিদেশ দফতরের মুখপাত্র মেরি হার্ফ জানান, দূতাবাসের কর্মী এবং যাঁরা দফতরে কাজের সূত্রে আসেন, তাঁদের নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন নাগরিকদেরও। হার্ফ জানিয়েছেন, আল কায়দা ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলি হামলা চালাতে পারে জানতে পেরেছেন মার্কিন ও অন্যান্য পশ্চিমী দেশের গোয়েন্দারা। ইতিমধ্যেই আগামী রবিবার বন্ধ থাকার কথা জানিয়ে দিয়েছে আফগানিস্তান, বাহরাইন, বাংলাদেশ, মিশর, কুয়েত, ওমান ও কাতারের মার্কিন দূতাবাস ও কনস্যুলেট। নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন গোয়েন্দা অফিসার জানিয়েছেন, ইন্টারনেটে বিভিন্ন মৌলবাদী ওয়েবসাইটে আসন্ন হামলার ইঙ্গিত পাওয়া গিয়েছে। খবর পাওয়া গিয়েছে অন্যান্য সূত্রেও। কোথায় বা কখন হামলা চালানো হতে পারে সেই বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য হাতে আসেনি গোয়েন্দাদের। তবে অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কোনও ঝুঁকি নিতে চান না তাঁরা।
|
ছেলে জর্জের জন্মের কথা আনুষ্ঠানিক ভাবে ব্রিটিশ সরকারের খাতায় নথিভুক্ত করালেন রাজকুমার উইলিয়াম ও কেট মিডলটন। সাধারণত রেজিস্ট্রি অফিসে গিয়ে সন্তানের জন্ম নথিভুক্ত করান দম্পতিরা। কিন্তু, উইলিয়াম ও কেটের সন্তানের জন্য কেনসিংটন প্রাসাদে তাঁদের বাসভবনে আসেন ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের নিবন্ধক অ্যালিসন ক্যাথকার্ট। নথিতে রাজকুমার জর্জকে “হিজ রয়্যাল হাইনেস জর্জ আলেকজান্ডার লুইস, ডিউক অফ কেমব্রিজ” বলে উল্লেখ করা হয়েছে। ওই নথি থেকে জন্মের শংসাপত্র তৈরি হবে। |